Bisakh Mondal to join Facebook: অ্যামাজন, গুগল না ফেসবুক- শেষ পর্যন্ত কোন চাকরিতে যোগ দিচ্ছেন বীরভূমের বিশাখ?

Last Updated:

এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছে বিশাখ৷

ফেসবুকের প্রস্তাবই বাছলেন বিশাখ৷
ফেসবুকের প্রস্তাবই বাছলেন বিশাখ৷
#কলকাতা: অ্যামাজন বা গুগল নয়, শেষ পর্যন্ত ফেসবুকের চাকরির প্রস্তাবই গ্রহণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিশাখ মণ্ডল৷ ফেসবুক থেকে বার্ষিক এক কোটি আশি লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন বিশাখ৷ চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার পাওয়া সর্বোচ্চ প্যাকেজ ছিল এটিই৷
ইন্ডিয়া টুডে-কে বিশাখ জানিয়েছে, 'সেপ্টেম্বর মাসেই আমি ফেসবুকে যোগ দেব৷ আমার কাছে গুগল এবং অ্যামাজনেরও প্রস্তাব ছিল৷ কিন্তু আমি ফেসবুকের প্রস্তাবই গ্রহণ করলাম কারণ ওরাই আমাকে সর্বাধিক প্যাকেজ অফার করেছিল৷'
advertisement
advertisement
এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছে বিশাখ৷ আগামী সেপ্টেম্বর মাসেই তিনি লন্ডনে গিয়ে কাজে যোগ দেবেন৷
বিশাখ জানিেয়ছেন, গত দু' বছরের করোনা অতিমারী পর্বে বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পেেয়ছেন তিনি৷ যা তাঁকে নামী সংস্থার ইন্টারভিউতে উত্তীর্ণ হতে সাহায্য করেছে৷ বীরভূমের একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন বিশাখ৷ তাঁর বাবা কৃষি কাজের সঙ্গে যুক্ত৷ মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী৷
advertisement
গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন পড়ুয়া এক কোটি টাকার বেশি বেতনের চাকরি পেয়েছেন৷ করোনা অতিমারির পর এই প্রথম এতজন পড়ুয়া বহুজাতিক সংস্থাগুলির থেকে এত মোটা অঙ্কের টাকার বেতনের প্রস্তাব পেলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bisakh Mondal to join Facebook: অ্যামাজন, গুগল না ফেসবুক- শেষ পর্যন্ত কোন চাকরিতে যোগ দিচ্ছেন বীরভূমের বিশাখ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement