#কলকাতা: অ্যামাজন বা গুগল নয়, শেষ পর্যন্ত ফেসবুকের চাকরির প্রস্তাবই গ্রহণ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বিশাখ মণ্ডল৷ ফেসবুক থেকে বার্ষিক এক কোটি আশি লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেয়েছিলেন বিশাখ৷ চলতি বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়ার পাওয়া সর্বোচ্চ প্যাকেজ ছিল এটিই৷
ইন্ডিয়া টুডে-কে বিশাখ জানিয়েছে, 'সেপ্টেম্বর মাসেই আমি ফেসবুকে যোগ দেব৷ আমার কাছে গুগল এবং অ্যামাজনেরও প্রস্তাব ছিল৷ কিন্তু আমি ফেসবুকের প্রস্তাবই গ্রহণ করলাম কারণ ওরাই আমাকে সর্বাধিক প্যাকেজ অফার করেছিল৷'
এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করছে বিশাখ৷ আগামী সেপ্টেম্বর মাসেই তিনি লন্ডনে গিয়ে কাজে যোগ দেবেন৷
আরও পড়ুন: বছরের আয় ১.৮৪ কোটি টাকা! আইআইআইটি-দিল্লির প্লেসমেন্টের সর্বোচ্চ রেকর্ড
বিশাখ জানিেয়ছেন, গত দু' বছরের করোনা অতিমারী পর্বে বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পেেয়ছেন তিনি৷ যা তাঁকে নামী সংস্থার ইন্টারভিউতে উত্তীর্ণ হতে সাহায্য করেছে৷ বীরভূমের একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন বিশাখ৷ তাঁর বাবা কৃষি কাজের সঙ্গে যুক্ত৷ মা একজন অঙ্গনওয়াড়ি কর্মী৷
গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন পড়ুয়া এক কোটি টাকার বেশি বেতনের চাকরি পেয়েছেন৷ করোনা অতিমারির পর এই প্রথম এতজন পড়ুয়া বহুজাতিক সংস্থাগুলির থেকে এত মোটা অঙ্কের টাকার বেতনের প্রস্তাব পেলেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, Jadavpur University