Nadia News: জেলা জুড়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার

Last Updated:

বিপুল পরিমাণে শব্দ ও আতশবাজি উদ্ধার নদিয়ার কল্যাণী ও রানাঘাট এলাকা থেকে। প্রশাসনের সূত্র অনুযায়ী কল্যাণী থেকে প্রায় ৭০ কিলো শব্দবাজি উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

+
title=

#নদিয়া : বিপুল পরিমাণে শব্দ ও আতশবাজি উদ্ধার নদিয়ার কল্যাণী ও রানাঘাট এলাকা থেকে। প্রশাসনের সূত্র অনুযায়ী কল্যাণী থেকে প্রায় ৭০ কিলো শব্দবাজি উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তির নাম দেবাশীষ সরকার। এবং রানাঘাটের পায়রাডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আনুমানিক ৩৫ কিলো নিষিদ্ধ শব্দ ও আতশবাজি এর পাশাপাশি বাজি সমেত রানাঘাট পুলিশ গ্রেফতার করেছে নকুল ভট্টাচার্য ও নৃপেশ চন্দ্র বোস নামে দুই ব্যক্তিকে।
ধৃত ব্যক্তিদের কল্যাণী ও রানাঘাট আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত, সামনেই দীপাবলি, এই সময় প্রতি বছরই আতশবাজির চাহিদা থাকে বিপুল পরিমাণে। তবে প্রতিবছর আতশবাজি ব্যবহারের ফলে মারাত্মক হারে দূষিত হচ্ছে পরিবেশ। সেই কারণে প্রশাসন থেকে নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি ও শব্দ বাজির ব্যবহার।
আরও পড়ুনঃ জলের মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরি! গ্রেফতার দুই
শব্দ আতশবাজির পরিবর্তে সবুজ বাজির ব্যবহার করতে বারংবার সচেতন করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে প্রশাসনের কড়া নজরদারি এড়িয়েও বিপুল পরিমাণে শব্দবাজির বিক্রি চলছে রমরমিয়ে। সেই কারণেই ইতিমধ্যে শব্দবাজির কারখানার হদিস দিতে পারলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পুরস্কারেরও। তবে স্বাভাবিকভাবেই দীপাবলীর আগে পুলিশের তৎপরাতেই বিপুল পরিমাণে বাজি উদ্ধার জেলা থেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চোরা শিকারীদের পাতা ফাঁদেই প্রাণ যাচ্ছে পরিযায়ী পাখিদের
শব্দবাজি ও আতশবাজীর পরিবর্তে প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে সবুজ বাজি ব্যবহার করার জন্য। সবুজ বাজি পরিবেশের ওপর ততটা প্রভাব ফেলে না। তবে বাজারে এখনো পর্যন্ত সবুজ বাজির পরিবর্তে রঙিন আতশবাজির বেচাকেনাই বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যায়। সেই কারণেই প্রশাসন থেকে একাধিক অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ শব্দবাজি।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জেলা জুড়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement