Nadia News: চোরা শিকারীদের পাতা ফাঁদেই প্রাণ যাচ্ছে পরিযায়ী পাখিদের

Last Updated:

পাখি আমাদের কমবেশি সকলেরই প্রিয়। বিভিন্ন পরিবেশপ্রেমী মানুষেরা শুধুমাত্র পাখি দেখার জন্যই একাধিক জায়গায় বেড়াতে যান। পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে ওতপ্রোতভাবে।

+
title=

#তেহট্ট : পাখি আমাদের কমবেশি সকলেরই প্রিয়। বিভিন্ন পরিবেশপ্রেমী মানুষেরা শুধুমাত্র পাখি দেখার জন্যই একাধিক জায়গায় বেড়াতে যান। পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে ওতপ্রোতভাবে। একাধিক পোকামাকড় খেয়ে কৃষকদের উৎপাদন করা শাকসবজি সুরক্ষিত রাখে পাখি। এমনিতেই বর্তমানে বন জঙ্গল ধ্বংস হওয়ার কারণে ধীরে ধীরে বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু সংখ্যক পাখি লড়াই করে যাচ্ছে তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার। তবুও আজ তাদের অস্তিত্ব খুবই সংকটময়। বেশ কিছু স্বার্থলোভী মানুষের জন্য তাদের আর জীবন বিপন্ন।
নদিয়ার তেহট্টের চাপা গাড়া মাঠে বর্ষার সময় থেকেই আসতে শুরু করে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা। এই সমস্ত পরিচয় পাখিদের দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বহু দূর দূরান্তের প্রকৃতিপ্রেমী মানুষজনেরা। মাঠের পাশে গাছের ডালে বাসা বাঁধে তারা। আর এই সুযোগটাই কাজে লাগায় বেশ কিছু চোরা শিকারির দল। প্রতিবছর অসংখ্য পরিযায়ী পাখিরা চোরা শিকারিদের ফাঁদে ধরা পড়ে।
advertisement
advertisement
এবছরও চোরা শিকারীরা পরিযায়ী পাখিরা আসতেই তেহট্টের চাপাগাড়া মাঠে ফাস্ট জাল বিছিয়ে রেখেছে পাখি ধরার জন্য। বেশ কিছু অসহায় পাখি সেই জালে ধরা পড়ে। সেই কারণেই বেশ কিছু পরিবেশপ্রেমী মানুষেরা সরব হয়েছেন। ইতিমধ্যেই বনদফতরেরও বিষয়টি নজরে এসেছে। তবে জানা যায় বনদফতরের একাধিক অভিযান চালানো সত্ত্বেও থামানো যায়নি চোরা শিকারীদের উপদ্রব। প্রশাসনের অগোচরেই বেশ কিছু চোরা শিকারিরা এখনও ফাঁদ পেতে নির্মমভাবে ধরে চলেছে পরিযায়ী পাখিদের। যা নিয়ে সরব হয়েছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবেশ প্রেমী মানুষেরা।
advertisement
 
 
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: চোরা শিকারীদের পাতা ফাঁদেই প্রাণ যাচ্ছে পরিযায়ী পাখিদের
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement