Nadia News: বিপর্যয় থেকে বাঁচাতে এবার এগিয়ে আসবে স্থানীয় যুবকেরাই! রানাঘাটে হল প্রশিক্ষণ

Last Updated:

প্রতিবছর আমাদের দেশে একাধিক বিপর্যয় বা বলা যেতে পারে প্রাকৃতিক বিপর্যয় আসে। সূত্র অনুযায়ী প্রতিবছর প্রায় ৩০ থেকে ৩২ রকমের ছোট বড় প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হয় দেশবাসীর।

+
title=

#রানাঘাট : প্রতিবছর আমাদের দেশে একাধিক বিপর্যয় বা বলা যেতে পারে প্রাকৃতিক বিপর্যয় আসে। সূত্র অনুযায়ী প্রতিবছর প্রায় ৩০ থেকে ৩২ রকমের ছোট বড় প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হয় দেশবাসীর। কখনও আমফানের মত ঘূর্ণিঝড় কখনও বড় ধরনের সাইক্লোন। এছাড়াও বর্ষাকালে বন্যা অথবা ভূমিকম্প ইত্যাদি একাধিক ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করতে হয় মানুষের। প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও একাধিক বিপর্যয় রয়েছে যেই বিপর্যয়গুলি মোকাবিলা দিতে গেলে খবর দিতে হয় সেই বিপর্যয় মোকাবিলার আধিকারিকদের।
তবে বিপর্যয় মোকাবিলার আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই একাধিক ক্ষতির সম্মুখীন হতে হয় বিপর্যয়গ্রস্থ প্রাণী অথবা মানুষদের। সেই কারণে রানাঘাট মহাকুমার বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের সহায়তা নিয়ে দেশের যুব সমাজের জন্য এক প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন করা হল। এই প্রশিক্ষণ শিবিরে বিপর্যয় মোকাবিলা করার একাধিক কৌশল শেখার পর ভবিষ্যতে তারা তাদের কর্মস্থল অথবা বাসস্থানের এলাকার বিভিন্ন জায়গার বিপর্যয় মোকাবিলায় সাময়িক প্রস্তুতি নিতে পারবে।
advertisement
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোর ৫০ বছর পূর্তিতে ফিরে এল অতীতের যাত্রাপালা
যার ফলে বিপর্যয়গ্রস্থ মানুষদের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আশায় অপেক্ষা করতে হবে না। এই প্রশিক্ষণ শিবির থেকে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় যুবকেরাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিপর্যয়গ্রস্তমানুষদের। এই প্রশিক্ষণ শিবির থেকে কিভাবে রাস্তা অথবা লোকালয়ে বড় গাছ ঝড়ে ভেঙে পড়লে সেই গাছ বৈদ্যুতিক গাছ কাটার যন্ত্র দিয়ে কিভাবে অতি সহজে দ্রুততার সঙ্গে কাটা যায় তার প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গেদে-দর্শনা সীমান্তে বন্ধ দুই বাংলার মানুষের পারাপার! সমস্যায় মানুষজন
এছাড়াও বাড়ির ছাদ অথবা কোন উঁচু জায়গা থেকে একজন মানুষকে কিভাবে নিজের কাঁধে করে মইয়ের সাহায্যে নিচে নামানো হয় তার প্রশিক্ষণও দেওয়া হয়। কোনও মানুষ আহত হয়ে পড়ে থাকলে তাকে কিভাবে স্ট্রেচারে তুলে অতি দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হলো এদিন। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই প্রশিক্ষণের ফলে আগামী দিনে বিপর্যয় এলে রুখে দাঁড়াতে পারবে এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজেরাই।
advertisement
 
 
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিপর্যয় থেকে বাঁচাতে এবার এগিয়ে আসবে স্থানীয় যুবকেরাই! রানাঘাটে হল প্রশিক্ষণ
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement