Nadia News: জগদ্ধাত্রী পুজোর ৫০ বছর পূর্তিতে ফিরে এল অতীতের যাত্রাপালা

Last Updated:

পুরোনো দিনের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল যাত্রাপালা। গ্রামে গঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে আয়োজন করা হত যাত্রাপালার। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অতীতের যাত্রার ঐতিহ্য আবারও ৫০ বছর পূর্তিতে ফিরিয়ে আনছে সূত্রাগড় ভদ্রাকালী মাতা বারোয়ারী।

+
title=

#নদিয়া : পুরোনো দিনের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল যাত্রাপালা। গ্রামে গঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে পূজা পার্বণে আয়োজন করা হত যাত্রাপালার। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অতীতের যাত্রার ঐতিহ্য আবারও ৫০ বছর পূর্তিতে ফিরিয়ে আনছে সূত্রাগড় ভদ্রাকালী মাতা বারোয়ারী। এক সময় পাড়ার ছেলেদের অভিনীত যাত্রা প্রদর্শনী করার জন্যই সৃষ্টি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে পুজিত সূত্রাগর শ্রীশ্রী ভদ্রাকালী মাতা। মহিলা চরিত্রের অভিনেত্রী, বাজনাদার, লাইট ভাড়া করলেও সমস্ত চরিত্রের অভিনেতা ছিল পাড়ার ছেলেরাই। তবে সে সময়ের অভিনেতা আজ আর কেউ নেই, ফলে ভাটা পড়েছে ঐতিহ্যের যাত্রার।
৫০ বছর পূর্তি উপলক্ষে এবছর আবারও সেই ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চলেছে বারোয়ারির উদ্যোক্তারা। তারা জানান, বুধবার জগদ্ধাত্রী পুজো। সেই কারণে মঙ্গলবার অন্যান্য জায়গায় কালীপুজো হলেও ভদ্রাকালী মাতার পঞ্চাশবছর পূর্তির কারণেই শনিবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে ঠাসা কর্মসূচি। শুরুর আগের দিনই বস্ত্র দান পুজোর প্রথম দিন বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, পরপর দুদিন দুটি যাত্রাপালা, অন্য একদিন বাউল অনুষ্ঠান, এভাবেই নানা অনুষ্ঠানে ভরপুর।
advertisement
আরও পড়ুনঃ গেদে-দর্শনা সীমান্তে বন্ধ দুই বাংলার মানুষের পারাপার! সমস্যায় মানুষজন
ইতিমধ্যেই কালীমাতা স্থানীয় কালাচাঁদ পালের কাছে রীতি অনুযায়ী তৈরির কাজ শুরু হয়ে গেছে। জোর কদমে চলছে প্যান্ডেলের কাজও। পুরনো ঐতিহ্যকে নবরূপে ফিরিয়ে আনার এই প্রচেষ্টায় খুশি স্থানীয় এলাকার মানুষজনেরাও। পুজো উদ্যোক্তারা মনে করছেন যাত্রাপালা দেখতে ভিড় করবেন এলাকার প্রবীণ নাগরিক থেকে শুরু করে কচিকাঁচারাও। ইতিমধ্যে সেই পুরনো যাত্রা পালা নতুন করে পরিকল্পনা করা হচ্ছে শুনে উচ্ছ্বাসিত সকলেই। আশা করা যাচ্ছে ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের সূত্রাগড় ভদ্রা কালী মাতার পুজো চিরস্মরণীয় হয়ে থাকবে এলাকাবাসীদের মনে।
advertisement
advertisement
 
 
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জগদ্ধাত্রী পুজোর ৫০ বছর পূর্তিতে ফিরে এল অতীতের যাত্রাপালা
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement