Nadia News: জলের মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরি! গ্রেফতার দুই

Last Updated:

দিয়ার রানাঘাটে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ।

+
title=

#রানাঘাট : নদিয়ার রানাঘাটে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে রানাঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোমনাথ দাস এবং বিজয় মৃধা। সোমনাথের বাড়ি ধানতলা থানার হিজুলি ঋষিপাড়া এলাকায় এবং বিজয়ের বাড়ি ওই থানার হিজুলিতে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। শুক্রবার রানাঘাট শহরের বড়বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।
ধৃতদের কাছ থেকে ১২ টি ভালভ উদ্ধার করা হয়েছে। এদিন অভিযুক্তদের রানাঘাট আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের জন্য পুলিশি হেফাজতে থাকার নির্দেশ জানান। বিষয়ে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানান, "আমাদের পরিশ্রুত গঙ্গার পানীয় জলের লাইন চালু হওয়ার পরেই বিষয়টি নজরে এসেছে। আগে দেখা যেত খুচ খাচ দু একটি চুরি যেত, ইদানিং কালে দেখা গেল গত পুজো থেকে আমরা দেখছি ব্যাপক চুরি শুরু হয়েছে গোটা রানাঘাট জুড়ে।
advertisement
আরও পড়ুনঃ চোরা শিকারীদের পাতা ফাঁদেই প্রাণ যাচ্ছে পরিযায়ী পাখিদের
আমরা এই বিষয়ে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছি। যার বাড়িতে চুরি হচ্ছে তারাও কমপ্লেন জমা দিচ্ছে। এই বাল্বটায় ছোট্ট একটি পিতলের জিনিস থাকে যেটা বিক্রি করলে ২৫ থেকে ৫০ টাকার মত পাওয়া যায়। আমার ধারণা বেশ কিছু নেশাগ্রস্ত যুবকেরই এই কাজ। এরাই রাতের দিকে প্লাস্টিকের কভারটি ভেঙে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। যদিও জল পরিষেবার ক্ষেত্রে কোন বিঘ্ন বা সমস্যা ঘটছে না। কিন্তু মিটার চালু হলে এটি প্রয়োজন ছিল। তার ফলে আমাদের বেশ খানিকটা ক্ষতি হচ্ছে।"
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জলের মিটার বক্সের মধ্যে থাকা পেতলের ভালব চুরি! গ্রেফতার দুই
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement