Bank Fail: তিল তিল করে ‘ব্যাঙ্কে’ টাকা রাখছিল হতদরিদ্র গ্রামবাসী, একদিন সকালে উঠে...লালবাতি!...কান্নার হাহাকারে শুধুই কপাল চাপড়ানো
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
Bank Fail:এই কথা জানাজানি হতেই মাথায় হাত পড়েছে এই অসহায় মানুষগুলোর। কারও ২৫ হাজার, কারও ৩০ হাজার, কারও বা ৭৫ হাজার টাকা জমে ছিল ব্যাঙ্কের বইয়ে।
মৈনাক দেবনাথ, নদিয়া: কেউ বিক্রি করে চপ, কারোর বা ছোট্ট মুদির দোকান। যা বেচা কেনা হয়, কোনওরকম ভাবে সংসার চালিয়ে তার থেকে কিছু কিছু করে বাচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চেয়েছিলেন তাঁরা। সেই কারণেই এক এজেন্টের ভরসাই সেই বাঁচানো টাকাগুলো প্রতিদিন তুলে দিতেন নদিয়ার বহিরগাছির লিটা গ্রামীণ উন্নয়ন নিধি লিমিটেড ব্যাঙ্কের এজেন্ট মমতা বারুই-এর হাতে।
এই ভাবে বেশ কিছুদিন চলার পরেই ওই ব্যাঙ্কের কর্মীরা প্রতিদিনের মতো ব্যাঙ্কে গিয়ে দেখেন তালা লাগিয়ে চম্পট দিয়েছেন ব্যাঙ্কের মালিক স্বপন বিশ্বাস। এই কথা জানাজানি হতেই মাথায় হাত পড়েছে এই অসহায় মানুষগুলোর। কারও ২৫ হাজার, কারও ৩০ হাজার, কারও বা ৭৫ হাজার টাকা জমে ছিল ব্যাঙ্কের বইয়ে।
এদিন সকাল হতেই তারা পৌঁছে যায় বহিরগাছিতে। সেখানে গিয়ে জানতে পারেন এই রকম বহু মানুষকে পথে ভাসিয়ে আনুমানিক প্রায় ১২ কোটি টাকা নিয়ে গায়েব হয়ে গিয়েছে এই ব্যাঙ্কের মালিক স্বপন বিশ্বাস। তাঁরা এও অভিযোগ করেন অভিযোগ, স্বপন বিশ্বাস ভারতের নাগরিক নন। তাঁর কাছে ভারতের ভোটার কার্ড বা আধার কার্ড কিছুই ছিল না। বাংলাদেশ থেকে ভারতে এসে রাজস্থানে গিয়ে হাতুড়ে ডাক্তারি করতেন।
advertisement
advertisement
আরও পড়ুন : নীলপাহাড়ের মাঝে বয়ে চলে খরস্রোতা তিস্তা! ছোট্ট ছুটিতে কম খরচেই কুয়াশামাখা পাকদন্ডী বেয়ে পৌঁছে যান মেঘপিয়নের দেশে
view commentsপ্রতিবেশীদের কাছে থেকে জানা যায় রাজস্থানেও মানুষের সঙ্গে প্রতারণা করার ফলে ওখানকার মানুষের হাতে মার খেয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বহিরগাছিতে পালিয়ে এসে মেয়ের নাম দিয়ে তৈরি করে বসে লিটা গ্রামীণ উন্নয়ন নিধি লিমিটেড ব্যাঙ্ক। আরও জানা যায় স্বপন বিশ্বাসের প্রতারণার হাত থেকে রক্ষা পাননি তাঁর আত্মীয়-স্বজনরাও। এদিন সকালে প্রতারিত হওয়া কিছু মহিলা ওই ব্যাঙ্কের এজেন্ট মমতা বারুই এর বাড়ি ঘেরাও করে। মমতা বারুই বলেন সবাই মিলে এক সঙ্গে স্বপন বিশ্বাসের বিরুদ্ধে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন দেখার তাদের তিল তিল করে জমানো ওই কষ্টের টাকা তারা ফেরত পান কিনা।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 8:40 PM IST