Weekend Destination: নীলপাহাড়ের মাঝে বয়ে চলে খরস্রোতা তিস্তা! ছোট্ট ছুটিতে কম খরচেই কুয়াশামাখা পাকদন্ডী বেয়ে পৌঁছে যান মেঘপিয়নের দেশে
- Reported by:SUROJIT DEY
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Weekend Destination: এখানে তিস্তাকে পাহারা দেয় নীল পাহাড়। বহু নিচে ঘুমিয়ে রয়েছে তিস্তা, চারপাশে নীল পাহাড়ের ঢেউ। পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে কপি, আলু, ধান, গাজর, মুলো—আরও কত কী! ঘরে ঘরে ফুটে থাকে অর্কিডের রঙিন বাহার।
মেঘেদের দেশে ঘর বাঁধতে চাইলে একবার ঘুরে আসতেই হবে এখান থেকে।। শান্তির রূপ আর ইতিহাসের মেলবন্ধন রয়েছে এখানে। এখানে এসে শরীর-মন ভরে যাবে শান্তির ধারায়। খালিং হোমস্টে যেন সেই মেঘের বাড়ি—এর ব্যালকনিতে বসলে মনে হবে, কাঞ্চনজঙ্ঘা শুধু আপনার দিকে তাকিয়ে আছে। এই সৌন্দর্যের ভাগ কাউকে দিতে ইচ্ছে করবে না।
advertisement
এখানে তিস্তাকে পাহারা দেয় নীল পাহাড়। বহু নিচে ঘুমিয়ে রয়েছে তিস্তা, চারপাশে নীল পাহাড়ের ঢেউ। পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে কপি, আলু, ধান, গাজর, মুলো—আরও কত কী! ঘরে ঘরে ফুটে থাকে অর্কিডের রঙিন বাহার। দিনের বেলায় রামধুরা দেখাবে রঙের খেলা, আর রাতে চোখে পড়বে পেডং, দার্জিলিং ও কালিম্পংয়ের আলোর মেলা।
advertisement
advertisement
advertisement
কিভাবে পৌছবেন এই গন্তব্যে? রামধুরায় পৌঁছনোর পথ,নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মাত্র ৮৬ কিমি আর কালিম্পং থেকে ১৪ কিমি দূরে রামধুরা। কাছেই সিলারি গাঁও, ইচ্ছে গাঁও, জলসা বাংলো। পূর্ব সিকিমের গা ঘেঁষে থাকা এই আকাশি গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এককথায় অসামান্য। তাই দেরি না করে বেরিয়ে পড়ুন মেঘের বাড়ির ঠিকানায়।









