Nadia News: প্রেমের বিয়ে! বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ স্বামীর! ভয়াবহ কাণ্ড ঘটাল গৃহবধূ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
মৃত গৃহবধূর বাবার অভিযোগ বিয়ের পর থেকেই প্রায়দিনই শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন ৷
#রানাঘাট: ফের পনের শিকার এক গৃহবধূ। শ্বশুরবাড়ি থেকে পণের টাকার জন্য লাগাতার চাপ দেওয়ার ফলে আত্মঘাতী গৃহবধূ, এমনই অভিযোগ তুললেন মৃত ওই গৃহবধূর বাবা। জানা যায় আট মাস আগে শান্তিপুর থানার অন্তর্গত উত্তর ব্যবস্থাপনাএলাকার বাসিন্দা পিউ শর্মার প্রেম করে বিয়ে হয় রানাঘাট থানার অন্তর্গত রিজু মন্ডল নামে এক যুবকের সাথে।
মৃত গৃহবধূর বাবার অভিযোগ বিয়ের পর থেকেই প্রায়দিনই শারীরিক ও মানসিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। বেশ কয়েকবার মৃত ওই গৃহবধুর বাবা অশোক শর্মা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে ঝামেলা মিটমাট করে দিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও তার মেয়ের ওপর অত্যাচার শ্বশুরবাড়ির লোকেরা কমাননি বলে অভিযোগ অশোক বাবুর।
advertisement
advertisement
সোমবার সকাল ৮:৩০ নাগাদ ওই গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোকজন পুনরায় অত্যাচার শুরু করলে সে তার বাপের বাড়িতে ফোন করে তাদের আসতে বলেন। এবং তার কিছুক্ষণ পরেই দুপুর ১২:৩০ টা নাগাদ ওই গৃহবধূর স্বামীর ফোন থেকে অশোক বাবুকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয়। তড়িঘড়ি তারা হাসপাতালে এলে পড়ে তারা জানতে পারে তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।
advertisement
মৃত ওই গৃহবধুর বাবা অশোক শর্মার অভিযোগ পনের দাবিতে লাগাতার অত্যাচারের কারণে মানসিক অবসাদে তার মেয়ে আত্মঘাতী হয়েছে। ইতিমধ্যেই তিনি দোষীদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন রানাঘাট থানায়। তিনি চান দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
প্রসঙ্গত, বর্তমান আধুনিক সমাজেও এখনও বেশ কিছু এলাকায় শুনতে পাওয়া যায় পণপ্রথার কথা। জোরপূর্বক পনের টাকার দাবিতে একাধিক সময় গৃহবধূদের ওপর অত্যাচারের কথা উঠে এসেছে খবরের শিরোনামে। বিভিন্ন সমাজসেবকরা মানুষকে পণপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং সেই প্রথা বন্ধ করার জন্য প্রচার চালাচ্ছেন লাগাতার। তবুও এখনও পণের জন্য শিকার হতে হচ্ছে বিভিন্ন জায়গায়।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
November 29, 2022 6:22 PM IST