মুর্শিদাবাদ: ছেলের হাতে অত্যাচারিত বৃদ্ধ বাবা। হাইকোর্টের নির্দেশে নিজের বাড়িতে প্রবেশ করলেন প্রবীণ। মুর্শিদাবাদের বহরমপুর থানার পাকুরিয়া পাড়ার বাসিন্দা বিশ্বনাথ ঘোষ দীর্ঘদিন ধরে তাঁর ছেলেমেয়েদের নিয়ে নিজের বাড়িতেই বাস করতেন।
গত সাড়ে তিন বছর ধরে বিশ্বনাথ বাবুর ছোট ছেলে দিব্যেন্দু ঘোষ তাঁর বৃদ্ধ বাবা বিশ্বনাথ ঘোষের উপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন বলে অভিযোগ। বিশ্বনাথ আরও জানিয়েছেন, তাঁর ছোট ছেলে তাঁকে ভয় দেখিয়ে এক প্রকার জোর করে বাড়িটা নিজের নামে লিখিয়ে নেন। এরপর বিশ্বনাথ বাবু বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান।
আরও পড়ুন: আরও কমল তাপমাত্রা! শীতের স্পেল চলছে জেলা জুড়ে, কতদিন থাকবে এই আমেজ
আরও পড়ুন: পশুপাখি দর্শনের নয়া ঠিকানা নিউটাউনে, মাত্র এত টাকায় ঘুরে দেখুন নতুন চিরিয়াখানা!
অত্যাচারের সীমা অতিক্রম করে গেলে বাধ্য হয়ে বিশ্বনাথ আদালতে দ্বারস্থ হোন। দীর্ঘদিন ধরে মামলা চলার পরে হাইকোর্ট নির্দেশ দেয়, এবার থেকে বিশ্বনাথ তাঁর নিজের বাড়িতে থাকবেন। শুক্রবার দুপুরে বহরমপুর থানার পুলিশ এসে হাইকোর্টের নির্দেশ মেনে বৃদ্ধকে তাঁর নিজের বাড়িতে প্রবেশ করিয়ে দেয়। এবং ছোট ছেলেকে বলেন, প্রয়োজনে তিনি বাড়ির দোতালায় থাকতে পারবেন। তারপরেই ছোট ছেলে পুলিশকে জানান, তিনি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাবেন। তাঁকে কয়েক ঘন্টা সময় দেওয়া হলে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান দিব্যেন্দু।
শেষ পর্যন্ত ছেলের অত্যাচারের হাত থেকে রক্ষা পেলেন বৃদ্ধ বাবা। দৃষ্টান্তমূলক ঘটনার সাক্ষী থাকল বহরমপুরবাসী। হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরে পেতেই খুশি বিশ্বনাথ বাবু।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad news