লাল আউটফিটে সুন্দরী শুভশ্রী

লাল ইন্দো-ওয়েস্টার্ন গাউন ও হালকা মেক-আপে অপূর্ব দেখাচ্ছে শুভশ্রীকে।

এই গাউনের সঙ্গে অভিনেত্রী বেছেছেন ম্যাচিং ওড়না ও হালকা গয়না।

ডার্ক রেড সিক্যুইনের শাড়ি ও স্লিভলেস ব্লাউজে যেন অগুন ঝরাচ্ছেন শুভশ্রী।

শাড়িতে অভিনেত্রীর এই লুক আর হাসিতে রয়েছে মাদকতার ছোঁয়া।

শুভশ্রীর এই রেড-হট লুক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না।

ডার্ক রেড লেহেঙ্গা ও হালকা কার্ল করা খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী।

রেড ব্লেজারে ফর্মাল লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন স্টাইলিশ শুভশ্রী।

রেড ওয়ান-শোল্ডার গাউনে খোলা চুলে মোহময়ী অবতারে ফ্রেমবন্দি শুভশ্রী।

অভিনেত্রীর গ্ল্যামারাস এই লুক থেকে যেন ঝরে পড়ছে আবেদন!

লাল গাউনে হট অবতারে শুভশ্রী নেটমাধ্যমের পারদ চড়িয়ে দিয়েছেন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন