North 24 Parganas News: পশুপাখি দর্শনের নয়া ঠিকানা নিউটাউনে, মাত্র এত টাকায় ঘুরে দেখুন নতুন চিড়িয়াখানা!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
North 24 Parganas News: আকার আয়তনে আরও কিছুটা বাড়বে নিউ টাউনের হরিনালয়। এজন্য আরও জমি খুঁজছে বন দফতর। কম করে এখনও পাঁচ একর জমির দরকার। এদিন এমনটাই জানান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
advertisement
advertisement
advertisement
advertisement
মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই ১৯ কোটি টাকা খরচ হয়েছে। তবে আরেকটু জায়গার সন্ধান করা হচ্ছে। আরও পাঁচ একর মতো জমি পেলেই চিড়ায়াখানাকে আলিপুরের বিকল্প চিড়িয়াখানা হিসাবে গড়ে তোলা যাবে। মিনি জু-র উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ইকোপার্ক ঘুরতে গিয়ে একবার হরিনালয় দেখে আসবেন, সবার ভাল লাগবে।’’ (Reporter: Rudra Narayan Roy)
advertisement
বন দফতর সূত্রে খবর, মাস তিনেকের মধ্যে গড়চুমুকে আরও একটি চিড়িয়াখানা তৈরি হবে, সেখানে গঙ্গার পাড়ে ডলফিনের প্রজননের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। উত্তরবঙ্গে মহানন্দা অভয়ারণ্যে শকুন সংরক্ষন করার চিন্তাভাবনা করা হয়েছে। সাঁতরাগাছি-সহ অন্যান্য জলাশয়ে যাতে বেশি করে পরিযায়ী পাখি আসে, সে ব্যাপারেও চেষ্টা চালানো হচ্ছে। (Reporter: Rudra Narayan Roy)
advertisement
advertisement