Durga Puja 2023: পুজোর আগে খাদির পোশাক তৈরি করে চমক! স্বর্নিভর হচ্ছেন মহিলারা

Last Updated:

রঘুনাথগঞ্জের মির্জাপুরে খাদির পোশাক তৈরি করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। দৈনিক ১০০টাকা পোশাক পিছু মজুরি তে কর্মরত প্রায় ১২ জন মহিলা। হাফ জ্যাকেট থেকে জামা, এমনকি কুর্তি, পাঞ্জাবি তৈরি করা হচ্ছে দুর্গাপুজোর আগে।

+
title=

মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জের মির্জাপুরে খাদির পোশাক তৈরি করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। দৈনিক ১০০টাকা পোশাক পিছু মজুরি তে কর্মরত প্রায় ১২ জন মহিলা। হাফ জ্যাকেট থেকে জামা, এমনকি কুর্তি, পাঞ্জাবি তৈরি করা হচ্ছে দুর্গাপুজোর আগে। এখানে তৈরি হওয়া পোশাক রওনা দিচ্ছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। চাহিদাও বেশ তুঙ্গে বলেই জানান স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা।
বর্তমান দিনে মহিলাদের স্বর্নিভর হওয়া দরকার, সেই কথা মাথায় রেখে মহিলারা কাজ করে নিজেরা স্বর্নিভর হচ্ছেন। দিনে তিন ঘন্টায় কাজ করে থাকেন মহিলারা। কেউ তৈরি করেন জামা, কেউবা হাফ জ্যাকেট তৈরি করেন। এছাড়াও সিল্কের পাঞ্জাবীও তৈরি করে থাকেন তারা। উন্নত মানের মেশিনে জামা কাপড় তৈরি করে বিক্রি করে থাকেন বিক্রেতারা।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে তৈরী হয় এই খাদির পোশাক। স্বাধীনতার সময় খাদি শিল্পের খ্যাতির কথা অজানা নয়। মাঝে সময়ের হাত ধরে কখন যেন পোশাকের ক্ষেত্রে খাদি চলে গিয়েছিল পিছনের সারিতে। পরিবর্তনই সময়ের ধর্ম। তাই এখন আধুনিকতার ছোঁয়ায় খাদি শিল্পে দিশা দেখছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ।
advertisement
খাদি শিল্পে ব্যবসার প্রসারের অন্যতম কারণ আধুনিক যন্ত্রের ব্যবহার। আধুনিকতার ছোঁয়া লেগে খাদি শিল্প নতুন করে বাঁচার রসদ খুঁজে পেয়েছে। সেই সঙ্গে সরকারি প্রকল্প ‘ন্যাচারাল ফাইবার মিশনে’ সিল্ক ও কটনকে যুক্ত করার ফলে খাদি শিল্পকে ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনাও।
advertisement
সিল্ক ও খাদির থান কাটতে কাঁচির বদলে ব্যবহার হচ্ছে যন্ত্র। খুব দ্রুত এক সঙ্গে ৫০টি থান থেকে পোশাক উপযোগী কাপড় কাটা হচ্ছে। ফলে পোশাক তৈরিতে সময় লাগছে আগের থেকে অনেক কম সময়। যন্ত্রে কাজের সূক্ষ্মতাও বেড়েছে।
আধুনিক পোশাকের সঙ্গে পাল্লা দিতে খাদি শিল্পে কম্পিউটারে তৈরি হচ্ছে আধুনিক নকশা। তারপরে উন্নত মানের মেশিনের সাহায্য তৈরি করে বাজারে বিক্রি হচ্ছে। ফলে আর্থিক ভাবেই স্বর্নিভর হচ্ছেন মহিলারা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puja 2023: পুজোর আগে খাদির পোশাক তৈরি করে চমক! স্বর্নিভর হচ্ছেন মহিলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement