IIT Kharagpur: IIT খড়গপুরে চাকরির বিরাট সুযোগ! দেখুন বিস্তারিত
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
আইআইটি খড়গপুরে গবেষনা সংক্রান্ত কাজের সুযোগ। ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর ২০২৩।
খড়গপুর: আইআইটি খড়গপুরে গবেষনা সংক্রান্ত কাজের সুযোগ। ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর ২০২৩।
পদের নাম: আইআইটি খড়গপুরের এগ্রিকালচার ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট-টেকনিক্যাল পদে কর্মী নেওয়া হবে।
advertisement
কাজের ধরণ: ‘এস্টাব্লিশমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এগ্রি এন্টারপ্রেনরশিপ সেল আন্ডার আরকেভিওয়াই-রাফতার (আইআরআর)’ শীর্ষক প্রকল্পে কাজ করতে হবে। এই প্রকল্পটি কাজ করবে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অর্থানুকূল্যে।
advertisement
বেতন: বেতনক্রম প্রতি মাসে ২৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া দরকার। পাশাপাশি হিসেব-নিকেশ বিষয়ে এবং কম্পিউটারের সম্পর্কিত অভিজ্ঞতা থাকা দরকার।
বয়স: প্রার্থীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
advertisement
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিভাগে এক থেকে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্যও জমা দেওয়া দরকার।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 5:52 PM IST