মালদহ: দীর্ঘদিন ধরেই বেহাল পরিশ্রুত পানীয় জলাধার। পানীয় জল সংগ্রহ করতে সমস্যায় পড়ছেন স্থানীয়রা। গরমের মরশুম পড়তেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে মালদহের ইংরেজবাজার পুরসভার রামনগর কাছারি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় তিন বছর ধরে অকেজো হয়ে রয়েছে এই জলাধার।স্থানীয় বাসিন্দা, পথচারী থেকে এলাকার দৈনিক বাজারে আসা সাধারণ মানুষ এই জলাধার থেকে পানীয় জল সংগ্রহ করত। শুধু এই এলাকায় নয়, ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একাধিক পানীয় জলাধার। পুরসভার পক্ষ থেকে আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল পরিষেবা চালু করা হয়েছে। সেই জলের পরিষেবাও এখনও শহরের প্রতিটি প্রান্তে পৌঁছয়নি। ফলে শহরের বেশ কিছু এলাকার বাসিন্দারা এখনো পরিশ্রুত পানীয় জল সমস্যায় ভুগছে। যদিও দ্রুত সমস্ত এলাকায় পরিশ্রুত পানীয় জল পরিষেবা পৌঁছানোর আশ্বাস দিচ্ছেন পুরসভার কর্তারা।
আরও পড়ুন: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরওআরও পড়ুন: চাকরির নাম কোটি কোটি টাকা আত্মসাৎ! ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 'এই' জেলায়!
স্থানীয়দের দাবি, জলাধার এবং শৌচালয় চালু হলে উপকৃত হবেন দূর-দূরান্ত থেকে আসা মানুষ ও স্থানীয়রা।ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "পরিশ্রুত পানীয় জলের পাইপলাইন কানেক্ট করা হবে জলধারগুলিতে। দায়িত্ব দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।"হরষিত সিংহনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda News