Left Congress alliance: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরও

Last Updated:

টানটান উত্তেজনার মধ্যে হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচন হয়।রাজ্য পুলিশ ও সিআইএসএফের ঘেরাটোপে ভোট দেন বন্দরের স্থায়ী শ্রমিক, কর্মচারী ও আধিকারিকরা।

শুভেন্দু গড়েও বড় জয় পেল বাম-কংগ্রেস জোট।
শুভেন্দু গড়েও বড় জয় পেল বাম-কংগ্রেস জোট।
হলদিয়া: শুভেন্দু গড়েও এবার সফল সাগরদিঘি মডেল। হলদিয়া বন্দর পরিচালন কমিটির নির্বাচনে একপেশে জয় পেল সিআইটিইউ এবং তাদের জোট সঙ্গীরা। তৃণমূল তো বটেই, পরিচালন কমিটির এই নির্বাচনে খাতা খুলতে পারেনি বিজেপিও।
টানটান উত্তেজনার মধ্যে হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচন হয়।রাজ্য পুলিশ ও সিআইএসএফের ঘেরাটোপে ভোট দেন বন্দরের স্থায়ী শ্রমিক, কর্মচারী ও আধিকারিকরা। নির্বাচনে একজোট হয়ে লড়ে বাম এবং কংগ্রেস সমর্থিত কর্মী সংগঠন। নির্বাচনে অংশ নেয় তৃণমূলের কর্মী সংগঠ আইএনটিটিইউসি এবং বিজেপি সমর্থিত বিএমএস৷
ফলে লড়াই ছিল ত্রিমুখী৷
advertisement
advertisement
মোট ভোটার সংখ্যা ৭৩৭ জন হলেও এদিন ভোট দেন ৬৯৪ জন। এবার মূলত হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল ও বাম-কংগ্রেস জোটের মধ্যে। অন্যদিকে, ভারতীয় মজদুর সঙ্ঘ বা বিএমএস অস্তিত্ব রক্ষার লড়াই চালায় বন্দরের নির্বাচনে। বিজেপির কোনও শ্রমিক সংগঠন না থাকায় আরএসএসের এই শ্রমিক সংগঠনই বন্দর সহ শিল্পাঞ্চলে বিজেপির মুখরক্ষার চেষ্টা করে।
advertisement
তিনটি প্যানেলে মোট প্রার্থী সংখ্যা ছিল ৫৮জন। প্রতিটি প্যানেলে ১৮ জন পরিচালন কমিটির সদস্য ও সহ সভাপতি মিলিয়ে মোট ১৯ জন করে প্রার্থী ছিলেন। এ ছাড়া একজন নির্দল প্রার্থী ভোটে একা লড়াই করেছেন।
advertisement
প্রথম থেকেই এগিয়ে ছিল সিআইটিইউ সমর্থিত প্রার্থীরা। শেষে বিরোধীদের হারিয়ে ১৯ জন সিআইটিইউ প্রার্থী জয়লাভ করে। চলতি বছরেই হলদিয়া পুরসভা নির্বাচন। হলদিয়া পুরসভার নির্বাচনের আগে এই ফলাফল গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দু' বছর আগে হলদিয়া বন্দরের এই ভোটে জিতে ক্ষমতা দখল করেছিলো তৃণমূল। সেই তৃনমুল এবং বিজেপিকে হারিয়ে বিপুল জয় পেয়েছে সিটু সহ তাদের জোটসঙ্গীরা!
advertisement
মুর্শিদাবাদে জোট বেঁধে লড়েই তৃণমূলকে হারিয়ে দিয়েছিল কংগ্রেস এবং বামেরা৷ কয়েকদিন আগে সাগরদিঘির লালবাগের বার অ্যাসোসিয়েশনের ভোটেও জয়ী হয় বাম-কংগ্রেসের অলিখিত জোট৷ এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল হলদিয়ায়৷ ফলে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, বাম-কংগ্রেসের জোট শাসক দলের মাথাব্যথার কারণ হয়ে উঠছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Left Congress alliance: শুভেন্দু গড়েও এবার হিট সাগরদিঘি মডেল! শুধু তৃণমূল নয়, মুখ পুড়ল গেরুয়া শিবিরেরও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement