Rahul Gandhi: 'মারধর করে জেলে ঢুকিয়ে দাও, কিন্তু প্রশ্ন তোলা আমি বন্ধ করব না,' তোপ রাহুলের

Last Updated:

Rahul Gandhi: সাংবাদিক বৈঠকে শুরু থেকেই কেন্দ্রীয় সরকারকে একের পর এক আক্রমণ করেন রাহুল গান্ধি।

রাহুল গান্ধি।
রাহুল গান্ধি।
নয়া দিল্লি: সুরাটের আদালতে সাজা ঘোষণার পরে এদিন সাংবাদিকদের মুখোমুখ হন রাহুল গান্ধি। ইতিমধ্যে তাঁর সাংসদ পদ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে শুরু থেকেই কেন্দ্রীয় সরকারকে একের পর এক আক্রমণ করেন রাহুল গান্ধি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন তিনি।
রাহুল গান্ধি বলেন, আদানির শেল সংস্থায় ২০ হাজার কোটি টাকা কেউ একজন বিনিয়োগ করেছেন। ওই টাকা আদানির নয়। এই টাকা অন্য কারোর। প্রশ্ন হচ্ছে এই ২০ হাজার কোটি টাকা কার? আমি এই প্রশ্নই করেছিলাম। আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্কের বিষয়েও আমি মিডিয়া রিপোর্টে পড়েছি। এই সম্পর্ক এখন তৈরি হয়নি। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন এই সম্পর্ক তৈরি হয়েছিল। আর এটার অনেক প্রমাণ আছে। আমি ছবি দেখিয়েছি। প্রধানমন্ত্রী নিজের বন্ধুর পাশে বসেছিলেন। সংসদেও আমি দেখিয়ে আমি এই প্রশ্ন করেছি।"
advertisement
তিনি বলেন, "আমি লোকসভার স্পিকারকে বিস্তারিত ভাবে চিঠি লিখেছিলাম। সেখানে বলেছিলাম, বিমানবন্দর আদানিকে নিয়ম বদলে দেওয়া হয়েছে। আমার নামে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সংসদে মিথ্যা বলেছেন। আমি নাকি বিদেশি শক্তির সাহায্য নিয়েছি। আমার এর জবাব দেওয়ার অধিকার আছে। আমি এ বিষয়ে স্পিকারকে চিঠি লিখেছি। কিন্তু কোনও জবাব পায়নি। শেষে আমি স্পিকারের সঙ্গে দেখা করেছি।"
advertisement
advertisement
রাহুল আরও বলেন, "প্রশ্ন তোলা আমি বন্ধ করব না। নরেন্দ্র মোদির আদানির সঙ্গে কি সম্পর্ক রয়েছে, সেই প্রশ্ন আমি তুলব। আর যদি ভাবে আমার সংসদ পদ ত্যাগ করে, জেলে ঢুকিয়ে ভয় পাইয়ে দেবে। তাহলে সেটা ভুল ধারনা। আমি দেশের লোকতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব। আমি সবসময় সত্যি কথা বলি। আমাকে মারধর করে জেলে ঢুকিয়ে দিক, তাও আমি বলে যাব। এই দেশ আমাকে সব কিছু দিয়েছে।"
advertisement
তিনি জানান, "বিজেপি নেতারা নরেন্দ্র মোদিকে ভয় পান। ওরা সবাই জানেন। কিন্তু বলতে ভয় পান।" তবে আদালতের বিষয়ে প্রশ্ন করলে রাহুল গান্ধি বলেন, 'আইনি বিষয়ে আমি মন্তব্য করব না।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'মারধর করে জেলে ঢুকিয়ে দাও, কিন্তু প্রশ্ন তোলা আমি বন্ধ করব না,' তোপ রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement