কলকাতা : দুয়ারে সরকার নিয়ে আজ, শনিবার বিকেল পাঁচটা থেকে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।পঞ্চায়েত নির্বাচনের আগে ফের নতুন কোনও সিদ্ধান্তের সম্ভাবনা? বৈঠক নিয়ে তেমনটাই জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক মহলের অন্দরে। বৈঠকের সব দফতরের সচিবদেরও সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সরকারি প্রকল্পের নজরদারির জন্য যে সমস্ত অফিসারদের নিয়োগ করা হয়েছে তাঁদেরও এই বৈঠকের উপস্থিত থাকতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি।তার আগেই মুখ্য সচিবের এই জরুরি বৈঠক নিয়ে শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যেই দুয়ারে সরকার নিয়ে গাইডলাইন দেওয়ার পাশাপাশি এবারের কর্মসূচিতে মোট ৩৩ টি প্রকল্প পরিচালনা হবে বলেও নির্দেশিকা দিয়ে জানিয়েছে নবান্ন। যার মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্প এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে নতুন। এর পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে চোখ পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলত এই দিনের বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত দুয়ারে সরকার নিয়ে জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প হবে। আর সেই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যজুড়ে কীভাবে পরিচালিত হবে তার জন্য একাধিক গাইডলাইন নবান্নের তরফে দেওয়া হল জেলাগুলিকে। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় কত ক্যাম্প পাবে? তার লক্ষ্যমাত্রা কার্যত নির্দিষ্ট করে দিয়েছে নবান্ন। নবান্ন সূত্রে খবর যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে।গাইড লাইনে বলা হয়েছে ২ লক্ষ ক্যাম্পের মধ্যে ৮০ হাজার ক্যাম্প বিভিন্ন জেলায় জেলায় বুথভিত্তিক করা হবে। ২০ হাজার ক্যাম্প করা হবে মোবাইল ক্যাম্প। আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত এভাবেই জেলায় জেলায় ক্যাম্প আয়োজন করতে হবে।
আরও পড়ুন : দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের
ঠিক একই ভাবেই যখন পরিষেবা দেওয়া হবে উপভোক্তাদের তখনও ঠিক একই ভাবেই ক্যাম্প আয়োজন করে পরিষেবার দিতে হবে উপভোক্তাদের বলেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গাইডলাইনেও বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রাজ্য সরকার "জিরো টলারেন্স পলিসি" নিয়েছে। অর্থাৎ আবেদনপত্র পূরণ করে দেওয়ার জন্য টাকা নেওয়া, ফটোকপি করার জন্য টাকা নেওয়া সহ যদি এই সংক্রান্ত কোনো অভিযোগ ওঠে তাহলে কড়া পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন : রাজ্যে এই প্রথমবার নিউটাউনের রবীন্দ্রতীর্থে অনুষ্ঠিত হতে চলেছে ভাষা মেলা
দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে যদি কোনওরকম অভিযোগ ওঠে তাহলে জেলা প্রশাসনকে করা পদক্ষেপ নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনে। পাশাপাশি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আধার সংযোগ করার উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে ক্যাম্পগুলিতে বলেও উল্লেখ করা হয়েছে গাইডলাইনে। ইতিমধ্যেই মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন এবারে দুয়ারে সরকার ক্যাম্প পাবে বুথভিত্তিক।
পঞ্চায়েত নির্বাচনের আগে দুয়ারে সরকারকে বুথ মুখী করার জন্য এই নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে নবান্নের তরফে। পাশাপাশি উপভোক্তাদের যখন পরিষেবা প্রদান করা হবে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও দিতে হবে বলেও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে এদিনের বৈঠকে আরও নতুন কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Sarkar, Harikrishna Dwivedi