Language Fair: রাজ্যে এই প্রথমবার নিউটাউনের রবীন্দ্রতীর্থে অনুষ্ঠিত হতে চলেছে ভাষা মেলা
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Language Fair:এই ভাষা মেলার সহায়তায় থাকছে মহীশুরের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগ
কলকাতা : ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাডিজ আগামী ২৫, ২৬ মার্চ অর্থাৎ আগামী শনি ও রবিবার নিউ টাউনের রবীন্দ্র তীর্থতে দু’দিন ব্যাপী ভাষা মেলা আয়োজন করেছে। এই ভাষা মেলার সহায়তায় থাকছে মহীশুরের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষাবিজ্ঞান বিভাগ।
আগামী শনিবার এবং রবিবার নিউটাউন রবীন্দ্রতীর্থে অনুষ্ঠিত হতে চলা এই ভাষা মেলা সর্বজনীন। বাংলা ভাষার পাশাপাশি রাজ্যের অন্যান্য ভাষাও যাতে যথাযোগ্য মর্যাদা পায় সেই উদ্দেশেই এই ভাষা মেলা। ভাষা বিশেষজ্ঞ,গবেষক, শিল্পী,সংস্কৃতি কর্মীর পাশাপাশি বহু সাধারণ মানুষও এই মেলায় উপস্থিত থাকবে বলে আশাবাদী আয়োজকরা। রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের ভাষা এবং তাদের বিশেষ সেমিনার হবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভূমিজ, রাজবংশী, মেচ,তামাং-সহ বিভিন্ন ভাষাভিত্তিক মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এই মেলায়।
advertisement
আরও পড়ুন : এখানে উত্তরমুখী স্রোতে স্নানে গঙ্গাস্নানের মতোই পুণ্য, সীমান্তবর্তী গ্রাম মেতে উঠেছে ১৪২ বছরের মেলা ঘিরে
দ্বিতীয় দিন চিত্র পরিচালক রাজা মিত্রর বক্তব্য ও তাঁর চলচ্চিত্রের প্রদর্শন করা হবে। এছাড়াও সেদিন দোহারের অনুষ্ঠানও পরিবেশিত হবে। নানা জনগোষ্ঠীর ভাষা নিয়ে বিরদ্ধ আলোচনায় অংশ নেবেন জলধর কর্মকার, সনৎ মাহাতো, তপন কুমার সিং, সমীরণ কোরা, দীপক কুমার রায়, শ্রীপতি টুডু, প্রশান্ত রায় সুশীল রাভা।
advertisement
advertisement
আরও পড়ুন : বিমা সংস্থায় ম্যানেজারের চাকরি ছেড়ে শুরু করলেন খাঁটি দুধের ভ্রাম্যমাণ এটিএম! অর্থ ও খ্যাতিতে বাজিমাত যুবকের
ভাষা গবেষণা, ভাষার সংরক্ষণ, ভাষার বহুমুখিতা নিয়ে এই ভাষা মেলায় বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলো যেভাবে পথ হারাচ্ছে, দিনে দিনে বড় ভাষাগুলি যেভাবে এই আঞ্চলিক ভাষাগুলোকে শেষ করে দিচ্ছে, তা আটকাতে এই মেলা এক নতুন পথের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 5:37 PM IST