Milk ATM: বিমা সংস্থায় ম্যানেজারের চাকরি ছেড়ে শুরু করলেন খাঁটি দুধের ভ্রাম্যমাণ এটিএম! অর্থ ও খ্যাতিতে বাজিমাত যুবকের

Last Updated:
Milk ATM: বিনয় ম্যানেজার পদে চাকরি করতেন এক বিমা সংস্থায়৷ চাকরি ছেড়ে দিয়ে বছর খানেক নিজের স্টার্ট আপ নিয়ে ভাবনাচিন্তা করেন৷
1/7
আজকের দিনে খাঁটি দুধের নিয়মিত যোগান সহজলভ্য নয়৷ বাধ্য হয়ে ভেজাল দুধ পান করতে হয় বয়স্ক ও শিশুদের৷ সেই সমস্যা দূর করতে মুশকিল আসান হয়ে দেখা দিলেন বিহারের ভাগলপুরের বাসিন্দা বিনয় কুমার৷
আজকের দিনে খাঁটি দুধের নিয়মিত যোগান সহজলভ্য নয়৷ বাধ্য হয়ে ভেজাল দুধ পান করতে হয় বয়স্ক ও শিশুদের৷ সেই সমস্যা দূর করতে মুশকিল আসান হয়ে দেখা দিলেন বিহারের ভাগলপুরের বাসিন্দা বিনয় কুমার৷
advertisement
2/7
তিনি তৈরি করেছেন খাঁটি দুধের এটিএম৷ প্রায় মাসখানেক ধরে প্রথম ১০০ ক্রেতাকে দিয়েছেন ছাড়ও৷ নির্ধারিত দামের তুলনায় কম দামে দুধ কিনেছেন তাঁরা৷
তিনি তৈরি করেছেন খাঁটি দুধের এটিএম৷ প্রায় মাসখানেক ধরে প্রথম ১০০ ক্রেতাকে দিয়েছেন ছাড়ও৷ নির্ধারিত দামের তুলনায় কম দামে দুধ কিনেছেন তাঁরা৷
advertisement
3/7
বিনয় ম্যানেজার পদে চাকরি করতেন এক বিমা সংস্থায়৷ চাকরি ছেড়ে দিয়ে বছর খানেক নিজের স্টার্ট আপ নিয়ে ভাবনাচিন্তা করেন৷
বিনয় ম্যানেজার পদে চাকরি করতেন এক বিমা সংস্থায়৷ চাকরি ছেড়ে দিয়ে বছর খানেক নিজের স্টার্ট আপ নিয়ে ভাবনাচিন্তা করেন৷
advertisement
4/7
একটি সংস্থা থেকে প্রশিক্ষণও নেন৷ যাতে তাঁর উদ্যোগ মসৃণভাবে চলে৷
একটি সংস্থা থেকে প্রশিক্ষণও নেন৷ যাতে তাঁর উদ্যোগ মসৃণভাবে চলে৷
advertisement
5/7
এর পর তিনি ৩৫ টি কৃষক সংস্থার সঙ্গে আলোচনা করে তাদের সাহায্যে তৈরি করেন ভ্রাম্যমাণ মিল্ক এটিএম৷ এর মাধ্যমে তাঁরা ভাগলপুর শহরের সর্বত্র দুধ সরবরাহ করেন৷
এর পর তিনি ৩৫ টি কৃষক সংস্থার সঙ্গে আলোচনা করে তাদের সাহায্যে তৈরি করেন ভ্রাম্যমাণ মিল্ক এটিএম৷ এর মাধ্যমে তাঁরা ভাগলপুর শহরের সর্বত্র দুধ সরবরাহ করেন৷
advertisement
6/7
দুধ ছাড়াও এই এটিএম থেকে পাওয়া যায় টক দই, পনির ও মাখন৷ হাতের কাছে সহজে তাজা দুধ ও দুগ্ধজাত জিনিসের যোগান পেয়ে বিনয়কে বাহবা জানিয়েছে তাঁর পরিচিত বৃত্ত৷
দুধ ছাড়াও এই এটিএম থেকে পাওয়া যায় টক দই, পনির ও মাখন৷ হাতের কাছে সহজে তাজা দুধ ও দুগ্ধজাত জিনিসের যোগান পেয়ে বিনয়কে বাহবা জানিয়েছে তাঁর পরিচিত বৃত্ত৷
advertisement
7/7
নিশ্চিত চাকরি ছেড়ে অনিশ্চিতের পথে পাড়ি দিয়েও সফল ছক ভেঙে উজান স্রোতে পাড়ি দেওয়া এই উদ্যোগী৷
নিশ্চিত চাকরি ছেড়ে অনিশ্চিতের পথে পাড়ি দিয়েও সফল ছক ভেঙে উজান স্রোতে পাড়ি দেওয়া এই উদ্যোগী৷
advertisement
advertisement
advertisement