হোম /খবর /পূর্ব মেদিনীপুর /
চাকরির নাম কোটি কোটি টাকা আত্মসাৎ! ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Scam: চাকরির নাম কোটি কোটি টাকা আত্মসাৎ! ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ 'এই' জেলায়!

X
প্রতীকী [object Object]

Scam: চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ অভিযোগ, কাঁথির একটি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

কাঁথি: চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নেওয়ার অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে। কাঁথির একটি স্কুলে শিক্ষকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া হাইস্কুলে ইংরেজি শিক্ষক দীপক জানার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিচারক রাজশেখর মান্থার এজলাসে মামলা দায়ের হল। পাঁচ কোটি টাকা চাকরির নাম করে আত্মসাতের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শিক্ষক-সহ ওই পরিবারের সদস্যরা।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের অর্জুননগরের বাসিন্দা দীপক জানা শিক্ষক। তিনি কাঁথি দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া হাইস্কুলে ইংরেজি শিক্ষক। ভগবানপুরের বাসিন্দা হলেও কাঁথির ১৭ নম্বর ওয়ার্ডের রাখাল স্কুল সংলগ্ন এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালের চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন শুধু প্রাথমিক স্কুল নয় সরকারের একাধিক দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় রেলের বড় ঘোষণা! ভাড়ায় ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা? যা জানালেন রেলমন্ত্রী! জানুন বিস্তারিত

অভিযোগকারী কাঁথি শহরের বাসিন্দা চিরঞ্জীব দাস বলেন 'শিক্ষক দীপক জানা শ্বশুর বাড়িতে দীর্ঘদিন ধরে থাকেন। ফুড সাপ্লাই অফিসে চাকরি পাওয়ার জন্য জায়গা বিক্রি করে ৪ লক্ষ টাকা ওনার হাতে দিয়েছি। এনিয়ে থানা, এসডিপিও এ সবাইকে জানিয়েছি। কোনও কিছু লাভ হয়নি। আমি শুধু নয়, একাধিক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে বহু টাকা তুলেছেন এই শিক্ষক। টাকা চাইতে গেলে আমার ও আমার বাবার নামে মানহানির মামলা করেন।'

আরও পড়ুন: 'বিয়ে কবে করছে ছেলে...?' আপনি কি সামলাতে হিমশিম এই 'কাকিমাদের'? রইল দুর্ধর্ষ Desi টোটকা

এ বিষয়ে ওই শিক্ষক জানান,"এই সমন্ত অভিযোগ ভিত্তিহীন। এই অভিযোগের কোনও সত্যতা নেই, কোনও প্রমাণও নেই। পয়সার কোনও লেনদেনের বিষয় নেই৷ তদন্ত করলে এই প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। যদি প্রমাণ হয় যা শাস্তি হবে মাথা পেত নেব। এই সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।'

সৈকত  শী

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Scam, West bengal teacher recruitment