Malda News: প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অগণিত মহিলা এই প্রাচীন মন্দিরে পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান করেন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Malda News: সাধারণত গয়া, বারাণসী, এলাহাবাদ ইত্যাদি তীর্থ স্থানে গিয়ে পিতৃকূলে পিন্ড দান করে থাকেন পুরুষেরা। তবে এই রাজ্যের একমাত্র মালদহের গৌড়ে অবস্থিত মাতৃগয়া নামে পরিচিত গায়েশ্বরী মন্দিরে মাতৃকূলে পিন্ড দান করেন মহিলারা।
জিএম মোমিন, মালদহ: পিতৃকূলের পিণ্ডদান হয়। তবে জানেন কি মাতৃকূলের পিণ্ডদান কোথায় হয়? যেখানে শুধুই মহিলারা তাদের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন। অনেকেরই অজানা এই মাতৃপিণ্ড বিষয়টা। তবে এই পিণ্ডদান হয়ে আসছে দীর্ঘ সময় ধরে। মালদহের গৌড়ে অবস্থিত মাতৃগয়া নামে পরিচিত গয়েশ্বরী মন্দির। যেখানে প্রতিবছর জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে ভোর ৫ টা থেকে শুরু করে পিণ্ডদানের জন্য ভিড় জমান কয়েক হাজার মহিলা। তাঁরা তাঁদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করেন।
গয়েশ্বরী মন্দিরের সেবায়িত বৈদ্যনাথ মণ্ডল জানান, “এখানে প্রতি বছরই জ্যৈষ্ঠ সংক্রান্তির পুণ্যতিথিতে কয়েক হাজার মহিলা এসে পিণ্ডদান করেন। পিণ্ড দান করতে আসা এক মহিলা রেখা মাঝি জানান, “যাঁদের পূর্বপুরুষেরা পরলোকগমন করেছেন, তাদের কন্যাসন্তানরা এখানে এসে পিণ্ড দান করেন। মায়ের আত্মার শান্তি ও মুক্তিলাভের জন্য আজকে এখানে পিণ্ড দান করলাম।”
advertisement
আরও পড়ুন : আজ আষাঢ়ের প্রথম সোমবার! একটু হলেও খান এই ফল! মহাদেবকে অর্পণ করুন এই জিনিস! খাবেন না এই খাবার! টের পাবেন না অভাবের জ্বালা! ভাসবেন টাকার সুখসাগরে
প্রতিবছরই জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই গয়েশ্বরী মন্দিরে আসেন মহিলারা। সম্ভবত দেশের একমাত্র মালদহের গৌড়ে অবস্থিত এই গয়েশ্বরী মন্দিরে মাতৃকূলে পিণ্ডদান দেওয়া হয়। বাংলা বিহার ঝাড়খণ্ড এমনকি নেপাল থেকেও বহু মহিলা জ্যৈষ্ঠ সংক্রান্তিতে এখানে আসেন মাতৃ পিণ্ডদানের উদ্দেশে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 6:01 PM IST
