Ashada Month Astro Tips: আজ আষাঢ়ের প্রথম সোমবার! একটু হলেও খান এই ফল! মহাদেবকে অর্পণ করুন এই জিনিস! খাবেন না এই খাবার! টের পাবেন না অভাবের জ্বালা! ভাসবেন টাকার সুখসাগরে

Last Updated:
Ashada Month Astro Tips: আষাঢ় মাসের প্রথম সোমবার তাৎপর্যপূর্ণ৷ এই দিন ভক্তি ও নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পুজো সম্পন্ন করুন৷
1/8
পড়ে গিয়েছে আষাঢ় মাস৷ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাস খুবই গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় এই মাসে কিছু আচার আচরণ পালন করলে জীবনে দুঃখকষ্ট অভাব থাকে না৷ প্রথমেই আষাঢ় মাসের প্রথম সোমবার৷ খুবই তাৎপর্যপূর্ণ এই দিন৷
পড়ে গিয়েছে আষাঢ় মাস৷ জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাস খুবই গুরুত্বপূর্ণ৷ মনে করা হয় এই মাসে কিছু আচার আচরণ পালন করলে জীবনে দুঃখকষ্ট অভাব থাকে না৷ প্রথমেই আষাঢ় মাসের প্রথম সোমবার৷ খুবই তাৎপর্যপূর্ণ এই দিন৷
advertisement
2/8
আষাঢ় মাসের প্রথম সোমবার তাৎপর্যপূর্ণ৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷ এই দিন ভক্তি ও নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পুজো সম্পন্ন করুন৷
আষাঢ় মাসের প্রথম সোমবার তাৎপর্যপূর্ণ৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷ এই দিন ভক্তি ও নিষ্ঠা ভরে বাবা মহাদেবের পুজো সম্পন্ন করুন৷
advertisement
3/8
মহেশ্বরের প্রিয় ফুল যেমন কলকে, আকন্দ, ধুতুরা নিবেদন করুন তাঁকে৷ তবে ভুলেও কেতকী ফুল নিবেদন করবেন না৷
মহেশ্বরের প্রিয় ফুল যেমন কলকে, আকন্দ, ধুতুরা নিবেদন করুন তাঁকে৷ তবে ভুলেও কেতকী ফুল নিবেদন করবেন না৷
advertisement
4/8
আষাঢ় মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে নিবেদন করুন বেদানার রস৷ মনে করা হয় এর ফলে সংসারে রোগ বা অসুখ প্রবেশ করে না৷
আষাঢ় মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে নিবেদন করুন বেদানার রস৷ মনে করা হয় এর ফলে সংসারে রোগ বা অসুখ প্রবেশ করে না৷
advertisement
5/8
জলে কালো তিল মিশিয়ে নিবেদন করুন বাবা মহাদেবকে৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে দারিদ্র থেকে মুক্ত থাকা যায়৷ সংসারে অভাবের কালো ছায়া পড়তে পারে না৷
জলে কালো তিল মিশিয়ে নিবেদন করুন বাবা মহাদেবকে৷ প্রচলিত বিশ্বাস, এর ফলে দারিদ্র থেকে মুক্ত থাকা যায়৷ সংসারে অভাবের কালো ছায়া পড়তে পারে না৷
advertisement
6/8
আষাঢ় মাসের প্রথম সোমবার নিরামিষ তথা সাত্ত্বিক আহার গ্রহণ করতে চেষ্টা করুন৷
আষাঢ় মাসের প্রথম সোমবার নিরামিষ তথা সাত্ত্বিক আহার গ্রহণ করতে চেষ্টা করুন৷
advertisement
7/8
পারলে এই দিন বাড়িতে আনুন নারকেল৷ এবং আপনার আরাধ্য দেবতাকে উৎসর্গ করার পর সেটি গ্রহণ করুন৷
পারলে এই দিন বাড়িতে আনুন নারকেল৷ এবং আপনার আরাধ্য দেবতাকে উৎসর্গ করার পর সেটি গ্রহণ করুন৷
advertisement
8/8
মনে করা হয়, এই দিন নারকেল খাওয়া অত্যন্ত শুভ৷ তাহলে সংসারে অভাব বা দারিদ্র আসে না৷ বজায় থাকে অর্থসুখ ও স্বাচ্ছন্দ্য৷
মনে করা হয়, এই দিন নারকেল খাওয়া অত্যন্ত শুভ৷ তাহলে সংসারে অভাব বা দারিদ্র আসে না৷ বজায় থাকে অর্থসুখ ও স্বাচ্ছন্দ্য৷
advertisement
advertisement
advertisement