Amit Shah on Delhi Blast: 'তদন্তে যা উঠে আসবে, জনসমক্ষে প্রকাশ করা হবে', দিল্লি বিস্ফোরণস্থলে অমিত শাহ! গেলেন হাসপাতালেও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Amit Shah on Delhi Blast: লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। লালকেল্লার ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ।
নয়াদিল্লি: দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ঘটনা সম্পর্কে জানানো হয়।
লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, তদন্তে যা উঠে আসবে, তা প্রকাশ করা হবে জনসমক্ষে। লালকেল্লার ঘটনাস্থলে যাওয়ার আগে হাসপাতালে যান শাহ। ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদের দেখতেই হাসপাতালে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: লালকেল্লায় তদন্তে ফরেনসিক-NIA-NSG, দিল্লি বিস্ফোরণের পর মুম্বই-কেরল-হায়দরাবাদে ‘হাই অ্যালার্ট’ জারি
advertisement
#WATCH | Delhi: Blast near Red Fort Metro Station | Union Home Minister Amit Shah arrives at the spot.
A blast took place in a Hyundai i20 car near the Red Fort in Delhi today at around 7 pm. Due to the blast, eight people have died so far. pic.twitter.com/QiDQrTJHXs
— ANI (@ANI) November 10, 2025
advertisement
#WATCH | Delhi: Blast near Red Fort Metro Station | Union Home Minister Amit Shah says “This evening, around 7 pm, a blast occurred in a Hyundai i20 car at the Subhash Marg traffic signal near the Red Fort in Delhi. The blast injured some pedestrians and damaged some vehicles.… pic.twitter.com/BfRei3r3tx
— ANI (@ANI) November 10, 2025
advertisement
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ জানান, সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। লালকেল্লার কাছে সুভাষ মার্গ সিগন্যালে একটি চারচাকা গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পথচলতি কয়েক জন জখম হয়েছেন। কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক জনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এবং স্পেশ্যাল ব্রাঞ্চ ঘটনাস্থলে পৌঁছোয়।
advertisement
আরও পড়ুন: ‘আচমকা দেখলাম রাস্তার উপর হাত পড়ে আছে’, দিল্লির লালকেল্লা বিস্ফোরণের বীভৎস অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীর
এনএসজি এবং এনআইএ তদন্ত শুরু করেছে। তাতে যোগ দিয়েছে ফরেন্সিক দলও। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অমিত শাহ আরও বলেন, ”আমি দিল্লির সিপি এবং স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে কথা বলেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে, সব প্রকাশ করা হবে জনসমক্ষে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 10:28 PM IST

