Delhi on High Alert: 'আচমকা দেখলাম রাস্তার উপর হাত পড়ে আছে', দিল্লির লালকেল্লা বিস্ফোরণের বীভৎস অভিজ্ঞতা প্রত্যক্ষদর্শীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi on High Alert: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে পর পর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সন্ধেয়।
নয়াদিল্লি: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে পর পর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সন্ধেয়। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। মৃত্যু হয়েছে অন্তত আট জনের।
২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যুর খবর। ঘটনার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু দিল্লি নয়, মুম্বই, কেরল এবং লখনউতেও কড়া নিরাপত্তা জারি।
আরও পড়ুন: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে শতাধিক কর্মী নিয়োগ, মাসিক বেতন ৮৬,৯৫৫ টাকা! বিশদে জেনে আবেদন করুন
advertisement
advertisement
#WATCH | Delhi: Blast near Red Fort | “When we saw someone’s hand on the road, we were absolutely shocked. I can’t explain it in words…” said a local to ANI pic.twitter.com/vmibMbPFUk
— ANI (@ANI) November 10, 2025
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘আচমকা দেখলাম মানুষের পাঁজর রাস্তার উপর পড়ে রয়েছে। দৌড়ে গিয়ে পুলিশকে খবর দিই। যেতে গিয়ে দেখি রাস্তায় কার যেন কাটা হাত পড়ে রয়েছে। এ ভয়ঙ্কর দৃশ্য’। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর দল। ইতিমধ্যেই আট জনের মৃত্যুর খবর মিলেছে।
আরও পড়ুন: যত দিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে হার্টের অসুখ! হৃদরোগ ঠেকাতে চিকিৎসক দেবী শেঠির জরুরি পরামর্শ জানুন
স্থানীয় সূত্রে খবর, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ধরে যায় গাড়িতে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 9:13 PM IST

