Weekend Trip: অফ ডে-তে বেড়িয়ে আসুন বেনুবন থেকে, ঢেউয়ের শব্দ, পাখির কলরবে ক্লান্তি কেটে যাবে!

Last Updated:
Weekend Trip: গঙ্গাসাগর যাওয়ার দ্বিতীয় গেটওয়ে হল নামখানা-বেনুবন রুট। উত্তাল জলরাশি ও অপার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই লঞ্চ যাত্রায় উপভোগ করা যায় নদীবক্ষে সূর্যোদয়-সূর্যাস্ত এবং ম্যানগ্রোভ জঙ্গল।
1/6
উত্তাল জলরাশির সঙ্গে অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসুন বেনুবন। এই বেনুবন দিয়ে যাওয়া যায় গঙ্গাসাগর। নামখানা থেকে ধরতে হয় লঞ্চ। বেনুবন যাওয়ার পথে পড়বে অপার প্রাকৃতিক সৌন্দর্য। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
উত্তাল জলরাশির সঙ্গে অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসুন বেনুবন। এই বেনুবন দিয়ে যাওয়া যায় গঙ্গাসাগর। নামখানা থেকে ধরতে হয় লঞ্চ। বেনুবন যাওয়ার পথে পড়বে অপার প্রাকৃতিক সৌন্দর্য। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/6
গঙ্গাসাগর যাওয়ার আরও বিকল্প পথ হল নামখানা-বেনুবন রুট। কিন্তু এই পথে প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে সকলের। এখানে যাওয়ার জন্য হাতে সময় রাখতে হবে অনেকটাই‌। তাছাড়াও জলের ধাক্কা সইবার ক্ষমতা থাকতে হবে।
গঙ্গাসাগর যাওয়ার আরও বিকল্প পথ হল নামখানা-বেনুবন রুট। কিন্তু এই পথে প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ে সকলের। এখানে যাওয়ার জন্য হাতে সময় রাখতে হবে অনেকটাই‌। তাছাড়াও জলের ধাক্কা সইবার ক্ষমতা থাকতে হবে।
advertisement
3/6
এই যাত্রায় সময় লাগে একটু বেশি। প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের যাত্রাপথে আপনি নদীবক্ষে সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে পাবেন। এই শীতে নদী কিছুটা শান্ত থাকবে। ফলে ভাল লাগবে আপনার।
এই যাত্রায় সময় লাগে একটু বেশি। প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের যাত্রাপথে আপনি নদীবক্ষে সূর্যোদয়-সূর্যাস্ত দেখতে পাবেন। এই শীতে নদী কিছুটা শান্ত থাকবে। ফলে ভাল লাগবে আপনার।
advertisement
4/6
এখানের দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে আপনার মনে হতেই পারেন আপনি এসে পড়েছেন মাঝসমুদ্রে। আর রয়েছে নদীর পাড়ের ম্যানগ্রোভ জঙ্গল। রয়েছে ছোটখাট বন্যপ্রাণী দেখার সুযোগ।
এখানের দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে আপনার মনে হতেই পারেন আপনি এসে পড়েছেন মাঝসমুদ্রে। আর রয়েছে নদীর পাড়ের ম্যানগ্রোভ জঙ্গল। রয়েছে ছোটখাট বন্যপ্রাণী দেখার সুযোগ।
advertisement
5/6
যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই রুট আপনার মন কাড়বেই। সমস্ত দিন এখানে লঞ্চ পাওয়া যায়। ৪০ থেকে ৫০ টাকার মধ্যে সহজেই আপনি লঞ্চ পারাপার করতে পারবেন।
যদি আপনি প্রকৃতি প্রেমী হন, তাহলে এই রুট আপনার মন কাড়বেই। সমস্ত দিন এখানে লঞ্চ পাওয়া যায়। ৪০ থেকে ৫০ টাকার মধ্যে সহজেই আপনি লঞ্চ পারাপার করতে পারবেন।
advertisement
6/6
এই রুট ধীরে ধীরে পূণ্যার্থী থেকে শুরু করে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গঙ্গাসাগর যাওয়ার দ্বিতীয় গেটওয়ে হল এই নামখানা-বেনুবন। সময় পেলে আপনিও চলে আসুন না এই বেনুবনে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
এই রুট ধীরে ধীরে পূণ্যার্থী থেকে শুরু করে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে গঙ্গাসাগর যাওয়ার দ্বিতীয় গেটওয়ে হল এই নামখানা-বেনুবন। সময় পেলে আপনিও চলে আসুন না এই বেনুবনে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement