সোহা-সারার মতো মেদহীন চেহারা পাবেন নিমেষেই! কঠিন ডায়েট ছেড়ে কফিতে মেশান ঘি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কফি থেকে পাওয়া ক্যাফিন শক্তি বাড়ায় এবং ঘিতে উপস্থিত ফ্যাট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। এটি মানসিক স্বচ্ছতাও প্রদান করে। ডঃ শিল্পা অরোরা বলেন যে, জৈব ঘিয়ে রয়েছে ওমেগা 3, যা আমাদের মস্তিষ্কের জন্য দুর্দান্ত।
কৃতী স্যানন, রাকুল প্রীত সিং, ভূমি পেডনেকারের মতো অভিনেত্রীরা সকালে প্রথমে ঘি দিয়ে কালো কফি পান করেন। কফিতে ঘি মেশানোর প্রবণত ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। একে 'বুলেটপ্রুফ কফি'ও বলা হয়। এই ঘি কফি যাঁরা ওজন কমান, উপোস করেন বা কিটো ডায়েটে করেন, তাঁদের জন্য উপকারী। ঘি ভিটামিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের একটি চমৎকার উৎস। এটি পুষ্টিগুণ বৃদ্ধি করে। বিস্তারিত জানাচ্ছেন পুষ্টিবিদ চিকিৎসক শিল্পা অরোরা।
advertisement
advertisement
advertisement
advertisement
