Snake Bite : ধানক্ষেত যেন চন্দ্রবোড়ার 'আতুঁরঘর'! একদিনে আক্রান্ত তিন চাষি, দ্রুত চিকিৎসায় রক্ষা! দুবরাজপুরে আতঙ্ক

Last Updated:
Snake Bite : এক দিনে তিন চাষি চন্দ্রবোড়া সাপের ছোবলে আক্রান্ত হলেন দুবরাজপুরে। তিন জনই ধানক্ষেতে কীটনাশক ছড়াতে নেমেছিলেন।
1/5
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: এক দিনে তিন চাষি চন্দ্রবোড়া সাপের ছোবলে আক্রান্ত হলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা ও বাবুপুর গ্রামে। তিন জনই ধানক্ষেতে কীটনাশক ছড়াতে নেমেছিলেন। তবে দ্রুত চিকিৎসা পাওয়ায় সবাই প্রাণে বেঁচে গিয়েছেন।
এক দিনে তিন চাষি চন্দ্রবোড়া সাপের ছোবলে আক্রান্ত হলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা ও বাবুপুর গ্রামে। তিন জনই ধানক্ষেতে কীটনাশক ছড়াতে নেমেছিলেন। তবে দ্রুত চিকিৎসা পাওয়ায় সবাই প্রাণে বেঁচে গিয়েছেন। <strong>(ছবি ও তথ্য - সুদীপ্ত গড়াই)</strong>
advertisement
2/5
লোবা গ্রামে ধানক্ষেত বাদামি শোষক পোকার আক্রমণ ঠেকাতে নেমে চন্দ্রবোড়ার ছোবল খান রবীন বাগদি। বর্তমানে তিনি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। ঘণ্টা দু'ই বাদেই পাশের বাবুপুর গ্রামে আক্রান্ত হন সিভিক ভলান্টিয়ার তাপস মণ্ডল। তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগেই একই গ্রামে পার্থ ঘোষ চন্দ্রবোড়ার মাথায় পা দিলে আতঙ্কে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়, যদিও তাঁর শরীরে বিষ প্রবেশ করেনি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
লোবা গ্রামে ধানক্ষেত বাদামি শোষক পোকার আক্রমণ ঠেকাতে নেমে চন্দ্রবোড়ার ছোবল খান রবীন বাগদি। বর্তমানে তিনি সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। ঘণ্টা দু'ই বাদেই পাশের বাবুপুর গ্রামে আক্রান্ত হন সিভিক ভলান্টিয়ার তাপস মণ্ডল। তাঁকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগেই একই গ্রামে পার্থ ঘোষ চন্দ্রবোড়ার মাথায় পা দিলে আতঙ্কে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়, যদিও তাঁর শরীরে বিষ প্রবেশ করেনি।
advertisement
3/5
স্থানীয় চাষিদের অভিযোগ, ধানপাকে মাঠে সাপের উপদ্রব ভয়াবহ আকার নিয়েছে। ঝোপঝাড় ও ঘাসে মিশে থাকে চন্দ্রবোড়া, নড়াচড়া কম করায় চোখে পড়ে না। ফলে কীটনাশক ছড়াতে নামলেই বিপদ। একাধিক চাষি জানিয়েছেন, এখন মাঠে নামার সাহস পাচ্ছেন না তারা। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
স্থানীয় চাষিদের অভিযোগ, ধান মাঠে সাপের উপদ্রব ভয়াবহ আকার নিয়েছে। ঝোপঝাড় ও ঘাসে মিশে থাকে চন্দ্রবোড়া, নড়াচড়া কম করায় চোখে পড়ে না। ফলে কীটনাশক ছড়াতে নামলেই বিপদ। একাধিক চাষি জানিয়েছেন, এখন মাঠে নামার সাহস পাচ্ছেন না তারা।
advertisement
4/5
বন দফতর সূত্রে খবর, সম্প্রতি উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে বেশিরভাগই চন্দ্রবোড়া প্রজাতির। দুবরাজপুরের বিএমওএইচ ডা. সালমান মণ্ডল জানান,
বন দফতর সূত্রে খবর, সম্প্রতি উদ্ধার হওয়া সাপগুলির মধ্যে বেশিরভাগই চন্দ্রবোড়া প্রজাতির। দুবরাজপুরের বিএমওএইচ ডা. সালমান মণ্ডল জানান, "পর্যাপ্ত অ্যান্টি-ভেনম মজুত আছে। সাপে কাটলে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নিয়ে এলেই প্রাণ বাঁচানো সম্ভব।" পাশাপাশি মাঠে নামার সময় গামবুট ও সুরক্ষাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/5
মাসখানেক আগেই বীরভূমের লাভপুর, গঙ্গারামপুর ও ইন্দাসে চন্দ্রবোড়ার ছোবলে মৃত্যু হয়েছিল তিন চাষি ও এক স্কুলছাত্রীর। নতুন করে একই ধরনের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
মাসখানেক আগেই বীরভূমের লাভপুর, গঙ্গারামপুর ও ইন্দাসে চন্দ্রবোড়ার ছোবলে মৃত্যু হয়েছিল তিন চাষি ও এক স্কুলছাত্রীর। নতুন করে একই ধরনের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে কৃষকদের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। <strong>(ছবি ও তথ্য - সুদীপ্ত গড়াই)</strong>
advertisement
advertisement
advertisement