Malda News: গৌড়ের প্রাচীন সেন বংশের কুলদেবীর মন্দিরে রীতি মেনে বৈশাখে হয় দেবীর পূজা
- Published by:Sayani Rana
Last Updated:
পয়লা বৈশাখ থেকে শুরু হল মালদহের প্রাচীন জহুরা চন্ডীর পুজো আরাধনা। একমাস ধরে শনিবার ও মঙ্গলবার পুজো হবে। জেলা ও জেলার বাইরের লক্ষাধিক ভক্তদের সমাগম হয় প্রাচীন এই পুজোয়।
মালদহ: পয়লা বৈশাখ থেকে শুরু হল মালদহের প্রাচীন জহুরা চন্ডীর পুজো আরাধনা। একমাস ধরে শনিবার ও মঙ্গলবার পুজো হবে। জেলা ও জেলার বাইরের লক্ষাধিক ভক্তদের সমাগম হয় প্রাচীন এই পুজোয়। রীতি মেনে বিগ্রহ তৈরি করে মৃৎশিল্পী নিজের হাতে প্রথম পুজো দেন। তারপর দেবী জহুরা চন্ডীর মূর্তি মন্দিরে আনা হয়। প্রাচীন কাল থেকে এই নিয়ম মেনেই জরুরা চন্ডীর বিগ্রহ তৈরি করে আসছেন মালদহ শহরের পাল পরিবার।
পাল পরিবারের বর্তমান অভিভাবক জ্যোতির্ময় পাল জহুরা চন্ডীর বিগ্রহ তৈরি করছেন। পূর্বপুরুষের নিয়ম মেনেই বর্তমান বাড়ির বড় ছেলে বিগ্রহ তৈরি করছেন। তিনি বারোতম উত্তরসূরি। তাঁর ছেলে বাবাই পাল তেরোতম উত্তরসূরি হয়ে বিগ্রহ তৈরিতে এখন থেকেই বাবাকে সাহায্য করেন।
advertisement
advertisement
প্রাচীন কাল থেকেই মালদহের ইংরেজ বাজারের জহুরা তলায় পূজিত হন মা জহুরা চণ্ডী। জহুরা চণ্ডীর নামেই গ্রামের নাম হয়েছে জহুরা তলা। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের সেন বংশের আমলে তৈরি হয়েছিল এই জহুরা চন্ডী মন্দির। সেন বংশের কুলদেবী ছিলেন জহুরা চণ্ডী। এই দেবী ছাড়াও আরও তিন চন্ডী মন্দির তৈরি হয়েছিল সেন আমলে। সে গুলিরও বর্তমানে মালদায় রয়েছে।
advertisement
প্রাচীনকাল থেকেই বৈশাখ মাসের প্রতি শনি ও মঙ্গলবার পূজিত হন দেবী জহুরা চন্ডী। সেই নিয়ম আজও অব্যাহত। বৈশাখ মাসের প্রথম শনিবার বা মঙ্গলবার প্রথম জহুরা চণ্ডীর পুজো শুরু হয়। এবছর শনিবার মাসের প্রথম। তাই এদিন থেকেই শুরু হয়েছে দেবীর পুজো।
advertisement
রীতি মেনে পুজোর দিন সকালে বিগ্রহ রং করা হয়। মন্দির প্রাঙ্গণ থেকে পায়ে হেঁটে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয় কাপড় ঢাকা বিগ্রহ। পথে প্রথমে মন্দিরের পুরোহিতের বাড়িতে পুজো হয়। তারপর মন্দিরে প্রতিষ্ঠিত করে শুরু হয় পুজো। প্রথম দিনই জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে দেবীর পুজোর দেখতে। পুজো কে কেন্দ্র করে প্রতি শনি ও মঙ্গলবার একমাস ব্যাপী বিরাট মেলা অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 6:33 PM IST







