Malda News: রিং বাঁধের গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতীরা! বর্ষায় বন্যার আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

রিং বাঁধে ভূমিক্ষয় ও নদী ভাঙন থেকে বাঁধ রক্ষা করতে  বনসৃজন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়েছিল। সরকারি উদ্যোগে গোটা বাঁধের দুই পাশে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয়েছিল। গাছ বড় হতেই বাঁধে গাছ কাটে নিচ্ছে দুষ্কৃতীরা।

+
রিং

রিং বাঁধের গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতীরা! বর্ষায় বন্যার আতঙ্কে স্থানীয়রা

মালদহ:  ভূমিক্ষয় ও নদী ভাঙন থেকে বাঁধ রক্ষা করতে বনসৃজন প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়েছিল। সরকারি উদ্যোগে গোটা বাঁধের দুই পাশে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয়েছিল। গাছ বড় হতেই বাঁধে গাছ কেটে নেওয়া শুরু করে দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে এই বাঁধের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা বাঁধ রক্ষা করতে গাছ কাটা রুখতে প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন।মালদহের মানিকচক ব্লকের ভূতনি এলাকা ভাঙন প্রবলিত। ভূতনির এক পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা ও অপর প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ফুলহার। বন্যা ও ভাঙন থেকে বাঁচতে রিং বাধ রয়েছে। নদীর ভাঙণ থেকে ভুতনির রিং বাঁধকে রক্ষা করতে বৃক্ষরোপণ করা হয়েছিল ২০০০-০১ অর্থবর্ষে। শিশু থেকে আকাশমনি গাছ রোপণ করা হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই গায়েব সেই  সব বৃক্ষ।
advertisement
advertisement
প্রকাশ্য দিবালোকে ৩০টির বেশি বৃক্ষ নিধন করেছে একদল দুষ্কৃতি। সব জেনেও নিশ্চুপ বন দফতর থেকে পুলিশ প্রশাসন। মালদহ জেলার মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগে উত্তর চন্ডীপুর ও দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ভুতনি রিং বাঁধের প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে ১০০০টির বেশী বৃক্ষ রোপণ করা হয়। গঙ্গাঁ ও ফুলহার নদীর প্রবল স্রোতে রিং বাঁধটিকে রক্ষা করার উদ্দেশ্যে এমন পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই বৃক্ষ আজ যখন পরিপূর্ণ তখন একদল দুষ্কৃতি প্রকাশ্যে নিধন করছে এই বৃক্ষ।
advertisement
স্থানীয় বাসিন্দা শ্যামল বসাকের অভিযোগ, দুষ্কৃতিদের বাড়বাড়ন্ত ব্যাপক হারে। বাঁধ রক্ষা করতে বৃক্ষ রোপণ করা হয়েছিল । যা আজ চারা থেকে বিশালাকার বৃক্ষে পরিণত হয়েছে তা কেটে নেওয়া হচ্ছে । দুষ্কৃতিদের ভয়ে স্থানীয় বাসিন্দারা এই বৃক্ষ নিধনের বিরুদ্ধ কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পারছেন না। পুলিশ প্রশাসন ও বন দফতর বিষয়টি জেনেও অজ্ঞাত কারণে নিশ্চুপ।
advertisement
কখনও রাতের অন্ধকারে আবার কখনও প্রকাশ্য দিবালোকে বাঁধের গাছ কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। বহুমূল্য গাছগুলি কেটে নেওয়ায় বাঁধে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানান, এমন ঘটনা জানা নেই। পঞ্চায়েত প্রধানের কাছ থেকে রিপোর্ট নিয়ে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুমতি ছাড়া কোন গাছ কাটা যায় না। সরকারি প্রকল্পে এই বৃক্ষগুলি রোপণ করা হয়েছিল।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রিং বাঁধের গাছ কেটে নিচ্ছে দুষ্কৃতীরা! বর্ষায় বন্যার আতঙ্কে স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement