হোম /খবর /মালদহ /
রাজ্য সরকারের নতুন প্রকল্প পথশ্রী! কেমন এই প্রকল্প? দেখে নিন

Malda News: রাজ্য সরকারের নতুন প্রকল্প পথশ্রী! কেমন এই প্রকল্প? দেখে নিন

X
রাজ্য [object Object]

রাজ্য সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে এবার গ্রামীণ এলাকায় রাস্তার সমস্যা সমাধানের পথ দেখাবে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: জেলার গ্রামীণ এলাকায় রাস্তা নিয়ে বিস্তর অভিযোগ। কখনও রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক, আবার কখনও আন্দোলন বিক্ষোভ। জেলার বিভিন্ন প্রান্তে মূলত রাস্তার দাবিতে এই ধরনের আন্দোলন বিক্ষোভে নামছে সাধারণ বাসিন্দারা। রাজ্য সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে এবার গ্রামীণ এলাকায় রাস্তার সমস্যা সমাধানের পথ দেখাবে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প।

এই প্রকল্পের মাধ্যমে মালদহ জেলার বহু গ্রামীণ এলাকার রাস্তা তৈরি ও মেরামতিতে এগিয়ে এল প্রশাসন। জেলাবাসীর জন্য এমনি সুখবর শোনালেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া। পথশ্রী প্রকল্পের আওতায় জেলা-জুড়ে শুরু হচ্ছে রাস্তার কাজ। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবার পথশ্রী প্রকল্পে ৮২ কোটি টাকা অর্থ ব্যয়ে সমগ্র মালদহ জেলা জুড়ে শুরু হবে রাস্তার কাজ। ইতি মধ্যেই যে সব রাস্তার কাজ হবে তার টেন্ডার পাশ হয়ে গিয়েছে।

আরও পড়ুন- এমন থানা আপনি আগে দেখেননি, দেখলে মন ভরবে আপনাও, রইল ভিডিও

প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বিবরণ আপলোড করা হবে পোর্টালে। জেলার প্রত্যেকটি ব্লকেই হবে রাস্তার কাজ। জেলাশাসকের এই ঘোষণায় খুশি সমগ্র মালদহ জেলার গ্রামীণ এলাকার বাসিন্দারা।

জেলাশাসক বলেন," মূলত যে সব জায়গায় রাস্তার অনেক সমস্যা রয়েছে। রাস্তা ভেঙ্গে গেছে বেহাল দশা। সেই সব জায়গায় এই প্রকল্পের অধীনে রাস্তার কাজ হবে।খুব দ্রুত এই কাজ শুরু হবে। আশা করছি এর ফলে সমস্যার অনেকটাই সমাধান সম্ভব হবে।"

আরও পড়ুন- রবিবার সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা

প্রসঙ্গত বিভিন্ন গ্রামে রাস্তার এমন হাল ঢুকতে পারে না এম্বুলেন্স। মানুষজন হঠাৎ অসুস্থ হলে প্রচন্ড সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। কিন্তু রাস্তার কাজের জন্য প্রয়োজনীয় অর্থের অভাবে স্থানীয় পঞ্চায়েত সদস্যরা সেই সব কাজ করতে পারে না। দিনের পর দিন বেহাল দশায় পড়ে থাকে রাস্তা। তাই মনে করা হচ্ছে পথশ্রী প্রকল্পের কাজ শুরু হওয়ার পর সেই সমস্যা অনেকটাই মিটবে।

হরষিত সিংহ

Published by:Sayani Rana
First published:

Tags: Malda, Malda News