হোম /খবর /মালদহ /
রবিবার সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা

Train Cancel|| রবিবার সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল! বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা

ট্রেন বাতিল

ট্রেন বাতিল

Train Cancel: রবিবার প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। মালদহ ডিভিশনের ফরাক্কা স্টেশনের কাছে লাইন সম্প্রসারণের জন্য ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে মালদহ রেল ডিভিশন।

  • Share this:

মালদহ: রবিবার প্রায় সাড়ে সাত ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল। মালদহ ডিভিশনের ফরাক্কা স্টেশনের কাছে লাইন সম্প্রসারণের জন্য ট্রাফিক ও পাওয়ার বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে মালদহ রেল ডিভিশন। আগামী রবিবার ১২ মার্চ সকাল ১০.১৫ মিনিট থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার বন্ধ থাকবে এই রুটে। স্বাভাবিকভাবেই এই রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হবে। লাইনের কাজের জন্য বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়ার সম্ভবনা রয়েছে। রেলের পক্ষ থেকে সেই সমস্ত ট্রেনের তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।যে সমস্ত ট্রেনের পুননির্ধারণ করা হয়েছে। সেগুলি হলঃ

•১৩১৭৩ শিয়ালদহ-শিলচর এক্সপ্রেস রবিবার তিন দেরিতে ছাড়বে। ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস, ১১ মার্চ তারিখে তিন ঘণ্টা দেরিতে ছাড়বে।

আরও পড়ুনঃ এই ৫ টলি নায়িকা পুরোই বদলেছেন প্লাস্টিক সার্জারিতে! দেখুন চিনতে পারেন কিনা এঁদের

•১৩১৭৪ আগরতলা–শিয়ালদহ এক্সপ্রেস, ১১ মার্চ ৫ ঘণ্টা দেরিতে ছাড়বে।

•১২৩৬৪ হলদিবাড়ি–কলকাতা এক্সপ্রেস ১২ মার্চ সাড়ে চার ঘণ্টা দেরিতে ছাড়বে।

•০৩৭৬৮ মালদহ টাউন–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ১২ মার্চ ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে।

•১৩০৫৩ হাওড়া–রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রাপথ ১ ঘণ্টা ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

•১২৫০৯ SMVT এসএমভিটি বেঙ্গালুরু–গুয়াহাটি এক্সপ্রেসের (১০ মার্চ তারিখে যাত্রা শুরু হচ্ছে), ট্রেনটির যাত্রাপথ ১ ঘণ্টা ১৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।

•১৩৪৩২ মালদহ টাউন–নবদ্বীপ ধাম এক্সপ্রেস, ১২ মার্চ ৫০ মিনিট যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

হরষিত সিংহ

Published by:Shubhagata Dey
First published:

Tags: Train cancel