*মিমি চক্রবর্তী: ৭ ডিসেম্বর ২০১২ তারিখে মুক্তি পায় 'বাপি বাড়ি যা' চলচ্চিত্র। সেই সিনেমার মাধ্যমেই মিমির অভিনয়ের যাত্রা শুরু। টেলিভিশনের পর্দায় তাঁকে প্রথম দেখা গিয়েছিল 'পুপে' রূপে। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন। প্রথম দিনের পর থেকে আজ পর্যন্ত এই টলিউড নায়িকা ঠোঁট এবং চোয়ালের আদল অনেক পরিবর্তন করে ফেলেছেন, আর তা সম্ভব হয়েছে প্লাস্টিক সার্জারির মাধ্যমেই। সংগৃহীত ছবি।