Purulia News: সাহেব বাঁধ এলাকায় শুরু হয়ে গিয়েছে ছট পুজোর প্রস্তুতি

Last Updated:

১৯৫৬ সালের পূর্বে পুরুলিয়া জেলা বিহারে অন্তর্ভুক্ত ছিল। সে সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। ১৯৫৬ সালের ১ লা নভেম্বর পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। জেলা বিভাগের পর এতগুলো বছর কেটে গেলেও এখনও পুরুলিয়া বয়ে নিয়ে চলেছে তার সেই পুরাতন ঐতিহ্য।

+
title=

#পুরুলিয়া : ১৯৫৬ সালের পূর্বে পুরুলিয়া জেলা বিহারে অন্তর্ভুক্ত ছিল। সে সময় পুরুলিয়া জেলা মানভূম জেলা নামেই পরিচিত ছিল। ১৯৫৬ সালের ১ লা নভেম্বর পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। জেলা বিভাগের পর এতগুলো বছর কেটে গেলেও এখনও পুরুলিয়া বয়ে নিয়ে চলেছে তার সেই পুরাতন ঐতিহ্য। আজও মহা আড়ম্বরে এই জেলায় পালিত হয় ছট পুজো। শুধু তাই নয় শহরের প্রাণকেন্দ্র সাহেব বাঁধের পাড়ে রয়েছে একটি সূর্য মন্দির।
প্রতি বছরই পুরুলিয়া ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। এলাকার প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষের সমাগম হয় এই ছট পুজো উপলক্ষে। শান্তিপূর্ণভাবে ছট উৎসব পালন করার লক্ষ্যে পুরুলিয়া ছট পুজো সমিতি নজরদারির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
advertisement
advertisement
ছট পুজো উপলক্ষে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে সাহেব বাঁধ পরিষ্কার করা হচ্ছে। বাঁধ সংলগ্ন এলাকায় তৈরি করা হচ্ছে প্যান্ডেল। আগামী ৩০ শে অক্টোবর দর্শনার্থীদের জন্য ধর্মীয় সংগীত অনুষ্ঠান ও ৩১ শে অক্টোবর সকালে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে পুরুলিয়া ছট পুজো সমিতির পক্ষ থেকে। পুরুলিয়া পৌরসভার ও পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। হিন্দি ভাষাভাষী মানুষদের পাশাপাশি বাঙালীদের কাছেও ছট উৎসবের যথেষ্ট তৎপর্য রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়া শহরের একমাত্র বাসট্যান্ডের নরক দশা, বিপাকে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা!
চার দিন ব্যাপী এই উত্‍সবের মধ্যে লুকিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনি। ২০২২ সালে ছট পুজোর শুরু হয়েছে ২৮ অক্টোবর, এই দিন ব্রতীরা লাউ ভাত খান। ২৯ অক্টোবর হবে খরনা। ৩০ অক্টোবর সন্ধাকালে সূর্যদেব কে অর্ঘ্য দেওয়া হবে। শেষ দিনে অর্থাত্‍ ৩১ অক্টোবর সূর্যাস্তের সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে ব্রতিরা উপশ ভঙ্গ করবেন।
advertisement
Sharmistha Banerjee Bairagi
বাংলা খবর/ খবর/Local News/
Purulia News: সাহেব বাঁধ এলাকায় শুরু হয়ে গিয়েছে ছট পুজোর প্রস্তুতি
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement