Viral Woman Dancing Video: সোশ্যাল মিডিয়া তোলপাড়! লাল শাড়ি লাল ব্লাউজে হৃতিক রোশনের সুপার হিট গান নেচে কাঁপালেন মহিলা...

Last Updated:

Viral Woman Dancing video: মহিলা কখনও মাটিতে লুটিয়ে পড়ছেন, কখনও হাঁটু মুড়ে বসে নেচে চলেছেন। আর সেই ভিডিও Viral হল ঝড়ের গতিতে।

দেশি বউদির ভাইরাল নাচে তুলকালাম
দেশি বউদির ভাইরাল নাচে তুলকালাম
#কলকাতা: বিয়েতে উৎসাহী ও অতি উৎসাহী আত্মীয় স্বজনের অভাব থাকে না। এঁদের মধ্যে অনেকেই বরযাত্রী আর বিয়ের ফাঁকে বাজনদারের বাজনার তালে কিংবা বলিউড মিউজিকে কোমর দোলাতে ভোলেন না। আসলে বিয়েবাড়িতে একটু-আধটু নাচার সুযোগ পেলে ছাড়েন না প্রায় কেউই। কেউ কেউ আবার একটু বেশি মাত্রায় ছন্দের স্রোতে বয়ে যান। এমনই এক ভাইরাল ভিডিও(Viral Woman Dancing Video) দেখে এবার কাঁপলো নেটদুনিয়া।
এর আগে গোবিন্দার গানে ‘ডান্সিং আঙ্কলে’র নাচ অনেকেই দেখেছেন। এবার প্রকাশ্যে ‘ডান্সিং বউদি’র নাচ (Viral Woman Dancing Video)। এ নাচ যেমন-তেমন নাচ নয়। এক্কেবারে বিন্দাস! কারো তোয়াক্কা না করেই লাল শাড়ি পরে নেচে যাচ্ছেন মহিলা (Viral Video)। কখনও মাটিতে লুটিয়ে পড়ছেন, কখনও হাঁটু মুড়ে বসে নেচে চলেছেন, কখনও আবার দাঁড়িয়ে নেচে চলেছেন ‘ব্যাং ব্যাং’ ছবির টাইটেল ট্র্যাকে। আর সেই ভিডিও ভাইরাল হল ঝড়ের গতিতে।
advertisement
advertisement
advertisement
২০১৪ সালে মুক্তি পায় হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘ব্যাং ব্যাং’। বিশাল-শেখরের সুরে ছবির এই টাইটেল ট্র্যাকটি গেয়েছিলেন বিন্নি দয়াল ও নীতি মোহন। সে বছর বেশ হিট হয়েছিল গানটি। ক্যাটরিনার সঙ্গে ছন্দ মিলিয়ে নেচেছিলেন হৃতিক। অবশ্য হৃতিকের সেই নাচ এই ‘ডান্সিং বউদি’র এই নাচের কাছে বোধহয় কিছুই নয়।
advertisement
ঋত্বিকের বিখ্যাত নাচের গানে নেচে (Viral Video) মাত করলেন যিনি সেই মহিলার (Viral Woman Dancing Video) পরিচয় জানা যায়নি। তবে তাঁর এই নাচের ভিডিও দেখে অনেকেই হাসিতে গড়াগড়ি খাওয়ার ইমোজি দিয়েছেন। কেউ ঠাট্টার ছলে তাঁকে একটু আস্তে নাচার পরামর্শ দিয়েছে, কেউ প্রশংসা করে জানিয়েছেন এমন নাচ করতে গেলে প্রচুর আত্মবিশ্বাসের প্রয়োজন। অনেকে হৃতিক রোশনকে ( Hrithik Roshan) এই নাচের ভিডিও একবার দেখার পরামর্শ দিয়েছেন।
advertisement
সোশ্যাল মিডিয়ার কল্যাণেই ‘ডান্সিং আঙ্কল’ হিসেবে জনপ্রিয়তা পান সঞ্জীব শ্রীবাস্তব। গোবিন্দাকেই নকল করেন তিনি৷ তবে যে স্বতঃস্ফূর্ততায় তিনি নাচেন, তাতে নাকি গোবিন্দাও লজ্জা পাবেন৷ নেটিজেনদের অনেকেই ডান্সিং আঙ্কলের নাচ দেখে এ কথা বলেন। নিজের এই নাচের সৌজন্যেই ‘গুরু’ গোবিন্দার দেখা পান সঞ্জীব। মাধুরী দীক্ষিতের শো ডান্সিং দিওয়ানে-তেই দেখা প্রিয় তারকার সঙ্গে তাঁর দেখা হয়। এই নতুন নেটমহল সেনসেশন ‘ডান্সিং বউদি’ (Viral Video) হৃতিকের দেখা পাবেন কি? সেটাই এখন লাখটাকার প্রশ্ন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Woman Dancing Video: সোশ্যাল মিডিয়া তোলপাড়! লাল শাড়ি লাল ব্লাউজে হৃতিক রোশনের সুপার হিট গান নেচে কাঁপালেন মহিলা...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement