Arranged Marriage: 'অ্যারেঞ্জড ম্যারেজ' করছেন? পার্টনারকে এই ৩ প্রশ্ন করতে একদম ভুলবেন না! জানুন কেন...

Last Updated:
Arranged Marriage: কোনও কোনও ক্ষেত্রে এই বিবাহ অত্যন্ত সফল হলেও কোনও ক্ষেত্রে দেখা দেয় ছোটোখাটো ভুল বোঝাবুঝি। তবে বিয়ের আগেই যদি কিছু কথা স্পষ্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু এড়িয়ে যাওয়া যায় অনেক বিবাহ পরবর্তী সমস্যা।
1/10
বিয়ের মরশুম শুরু হতেই ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে চার হাত এক করার কাজ। কোথাও বহুদিনের পুরোনো প্রেম পাচ্ছে স্বীকৃতি। কোথাও আবার দুই পরিবারের উৎসাহে, মেট্রিমোনিয়াল সাইটে ভরসা রেখেই অ্যারেঞ্জড ম্যারেজের পথে হাঁটছেন কেউ কেউ। ভারতে  অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। লাভ আফটার ম্যারেজের তত্বে বিশ্বাসী এমন যুগলের সংখ্যাও যথেষ্ট।
বিয়ের মরশুম শুরু হতেই ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে চার হাত এক করার কাজ। কোথাও বহুদিনের পুরোনো প্রেম পাচ্ছে স্বীকৃতি। কোথাও আবার দুই পরিবারের উৎসাহে, মেট্রিমোনিয়াল সাইটে ভরসা রেখেই অ্যারেঞ্জড ম্যারেজের পথে হাঁটছেন কেউ কেউ। ভারতে  অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। লাভ আফটার ম্যারেজের তত্বে বিশ্বাসী এমন যুগলের সংখ্যাও যথেষ্ট।
advertisement
2/10
ভারতে  অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। লাভ আফটার ম্যারেজের তত্বে  (Arranged Marriage what to ask) বিশ্বাসী এমন যুগলের সংখ্যাও যথেষ্ট।
ভারতে  অ্যারেঞ্জ ম্যারেজ বা সম্বন্ধ করে বিয়ে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। লাভ আফটার ম্যারেজের তত্বে  (Arranged Marriage what to ask) বিশ্বাসী এমন যুগলের সংখ্যাও যথেষ্ট।
advertisement
3/10
সম্বন্ধের  বিয়েতে বর-কনের মিলনের বিষয়টি  উভয় পরিবারই আয়োজন করে থাকে। অনেকের কাছে এটি শুরুতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে তবে বিষয়টি যত এগিয়ে যায়, অনেক কিছু বোধগম্য হতে  শুরু করে। কোনও কোনও ক্ষেত্রে এই বিবাহ অত্যন্ত সফল হলেও কোনও ক্ষেত্রে দেখা দেয় ছোটোখাটো ভুল বোঝাবুঝি। তবে বিয়ের আগেই যদি কিছু কথা স্পষ্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু এড়িয়ে যাওয়া যায় অনেক বিবাহ পরবর্তী সমস্যা।
সম্বন্ধের  বিয়েতে বর-কনের মিলনের বিষয়টি  উভয় পরিবারই আয়োজন করে থাকে। অনেকের কাছে এটি শুরুতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে তবে বিষয়টি যত এগিয়ে যায়, অনেক কিছু বোধগম্য হতে  শুরু করে। কোনও কোনও ক্ষেত্রে এই বিবাহ অত্যন্ত সফল হলেও কোনও ক্ষেত্রে দেখা দেয় ছোটোখাটো ভুল বোঝাবুঝি। তবে বিয়ের আগেই যদি কিছু কথা স্পষ্ট করে নেওয়া যায়, তাহলে কিন্তু এড়িয়ে যাওয়া যায় অনেক বিবাহ পরবর্তী সমস্যা।
advertisement
4/10
অ্যারেঞ্জ ম্যারেজে কথা বাড়ানোর  আগে ছেলে-মেয়েরা সাধারণত শুধু  পরিবার ও পেশা ইত্যাদি নিয়ে কথা বলে, কিন্তু এমন অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলোর দিকে মনোযোগ দেওয়া হয় না। আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেজে আপনার সঙ্গীর সঙ্গে oসুখী জীবন পেতে চান, তবে এই ৩ টি বিষয়ে আগে থেকেই কথা বলা অত্যন্ত জরুরি বলেই মনে করছেন পারিবারিক কাউন্সিলররা।
অ্যারেঞ্জ ম্যারেজে কথা বাড়ানোর  আগে ছেলে-মেয়েরা সাধারণত শুধু  পরিবার ও পেশা ইত্যাদি নিয়ে কথা বলে, কিন্তু এমন অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলোর দিকে মনোযোগ দেওয়া হয় না। আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেজে আপনার সঙ্গীর সঙ্গে oসুখী জীবন পেতে চান, তবে এই ৩ টি বিষয়ে আগে থেকেই কথা বলা অত্যন্ত জরুরি বলেই মনে করছেন পারিবারিক কাউন্সিলররা।
advertisement
5/10
ফাইনান্সিয়াল কম্পাটিবিলিটি  অর্থাৎ অর্থ নিয়ে কথা:  আজকের দিনে দাঁড়িয়ে দুটি মনের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি অর্থিক বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা দুজনেই কাজ করেন, তাহলে অ্যারেঞ্জড ম্যারেজ-এর পথে এগিয়ে যাওয়ার সময় এই বিষয়েও খোলামেলা আলোচনা করুন। যেমন বিয়ের পর আপনারা খরচ কী ভাবে ভাগ করবেন? আপনি কী খরচকে অর্ধেক ভাগ করতে চান নাকি একজনের বেতন দিয়ে সংসার খরচ  এবং অন্যজনের বেতন থেকে সঞ্চয়ের হিসাব রাখতে চান।
ফাইনান্সিয়াল কম্পাটিবিলিটি  অর্থাৎ অর্থ নিয়ে কথা:  আজকের দিনে দাঁড়িয়ে দুটি মনের মধ্যে বোঝাপড়ার পাশাপাশি অর্থিক বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা দুজনেই কাজ করেন, তাহলে অ্যারেঞ্জড ম্যারেজ-এর পথে এগিয়ে যাওয়ার সময় এই বিষয়েও খোলামেলা আলোচনা করুন। যেমন বিয়ের পর আপনারা খরচ কী ভাবে ভাগ করবেন? আপনি কী খরচকে অর্ধেক ভাগ করতে চান নাকি একজনের বেতন দিয়ে সংসার খরচ  এবং অন্যজনের বেতন থেকে সঞ্চয়ের হিসাব রাখতে চান।
advertisement
6/10
 আপনি যদি মহিলা হন এবং বিয়ের পরেও আপনার আপনার বাবা-মায়ের খরচ বহন করতে হয় মেয়ে হিসেবে, তাহলে আপনার ভবিষ্যৎ সঙ্গীকে এ বিষয়ে আগেই জানিয়ে রাখা কিন্তু ভালো। আপনি কাজ না করলেও, আপনি আপনার হবু স্বামীর সঙ্গে কথা বলতে পারেন বিয়ের পর টাকা-পয়সার ক্ষেত্রে আপনি কী ধরনের স্বাধীনতা চান বিষয়টি নিয়ে। এই বিষয়গুলি স্পষ্ট হয়ে থাকলে বিয়ের পর অনেক অপ্রত্যাশিত সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে আগেই।
আপনি যদি মহিলা হন এবং বিয়ের পরেও আপনার আপনার বাবা-মায়ের খরচ বহন করতে হয় মেয়ে হিসেবে, তাহলে আপনার ভবিষ্যৎ সঙ্গীকে এ বিষয়ে আগেই জানিয়ে রাখা কিন্তু ভালো। আপনি কাজ না করলেও, আপনি আপনার হবু স্বামীর সঙ্গে কথা বলতে পারেন বিয়ের পর টাকা-পয়সার ক্ষেত্রে আপনি কী ধরনের স্বাধীনতা চান বিষয়টি নিয়ে। এই বিষয়গুলি স্পষ্ট হয়ে থাকলে বিয়ের পর অনেক অপ্রত্যাশিত সমস্যা কিন্তু এড়িয়ে যাওয়া যাবে আগেই।
advertisement
7/10
অতীত সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিন পারিবারিক ও দেখা-শোনার এই  বিয়েতে  বিষয়টি এগিয়ে নেওয়ার আগে সঙ্গীকে আপনার অতীত সম্পর্কে সঠিক তথ্য দিন। উদাহরণস্বরূপ, যদি আপনার বাগদান ভেঙে যায় বা বিবাহবিচ্ছেদ হয়ে যায়, তবে সেই বিষয়গুলি আগে থেকে খোলাখুলি বলে নেওয়া ভাল।
অতীত সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিন পারিবারিক ও দেখা-শোনার এই  বিয়েতে  বিষয়টি এগিয়ে নেওয়ার আগে সঙ্গীকে আপনার অতীত সম্পর্কে সঠিক তথ্য দিন। উদাহরণস্বরূপ, যদি আপনার বাগদান ভেঙে যায় বা বিবাহবিচ্ছেদ হয়ে যায়, তবে সেই বিষয়গুলি আগে থেকে খোলাখুলি বলে নেওয়া ভাল।
advertisement
8/10
অপ্রকাশিত বিষয়গুলি আগামী দিনে  স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। হয়তো যে গোপন কথাগুলো আপনি বলতে চান না, সেগুলো বিয়ের পর অন্য কারো কাছ থেকে তিনি জানতে পারবেন। এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। হয়তো যে গোপন কথাগুলো আপনি বলতে চান না, সেগুলো বিয়ের পর অন্য কারো কাছ থেকে তিনি জানতে পারবেন। এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
অপ্রকাশিত বিষয়গুলি আগামী দিনে  স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। হয়তো যে গোপন কথাগুলো আপনি বলতে চান না, সেগুলো বিয়ের পর অন্য কারো কাছ থেকে তিনি জানতে পারবেন। এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে। হয়তো যে গোপন কথাগুলো আপনি বলতে চান না, সেগুলো বিয়ের পর অন্য কারো কাছ থেকে তিনি জানতে পারবেন। এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে।
advertisement
9/10
ঘর-গৃহস্থালির কাজ নিয়েও আলোচনা গুরুত্বপূর্ণ সাধারণত এই ধরণের বিষয়ে প্রতিটি মানুনসের মানসিকতা স্পষ্ট হয়ে যায়। কারণ বেশিরভাগ পরিবারে আশা করা হয় যে বিয়ের পর মহিলারা  পরিবারের দায়িত্ব সামলাবে। যেমন ঘরের কাজ,  রান্না করা, পরিষ্কার করা এবং লন্ড্রি গামী দিনে বাচ্চা সামলানো।
ঘর-গৃহস্থালির কাজ নিয়েও আলোচনা গুরুত্বপূর্ণ সাধারণত এই ধরণের বিষয়ে প্রতিটি মানুনসের মানসিকতা স্পষ্ট হয়ে যায়। কারণ বেশিরভাগ পরিবারে আশা করা হয় যে বিয়ের পর মহিলারা  পরিবারের দায়িত্ব সামলাবে। যেমন ঘরের কাজ,  রান্না করা, পরিষ্কার করা এবং লন্ড্রি গামী দিনে বাচ্চা সামলানো।
advertisement
10/10
আপনি যদি একজন ওয়ার্কিং মহিলা  হন তবে বিয়ের আগে এই দায়িত্বগুলি নিয়ে আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে। আপনার ভবিষ্যৎ সঙ্গীকে আগে থেকেই খুলে বলুন আপনি কোন দায়িত্ব পালন করতে চান আর কোনটি নয়। এই ক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে বোঝাপড়াটা আগেই থাকলে পরে সমস্যা কম হবে।
আপনি যদি একজন ওয়ার্কিং মহিলা  হন তবে বিয়ের আগে এই দায়িত্বগুলি নিয়ে আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে। আপনার ভবিষ্যৎ সঙ্গীকে আগে থেকেই খুলে বলুন আপনি কোন দায়িত্ব পালন করতে চান আর কোনটি নয়। এই ক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে বোঝাপড়াটা আগেই থাকলে পরে সমস্যা কম হবে।
advertisement
advertisement
advertisement