Valentine's Day: প্রেমিকার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যালেন্টাইনস ডে'তে সাজান নিজেকে, কী পরবেন? রইল টিপস!
- Published by:Debalina Datta
Last Updated:
ভ্যালেন্টাইনস ডে'তে (Valentine's Day) নিজেকে বেস্ট দেখাতে মেয়েরা যেমন নানা প্ল্যান করে থাকে তেমনই প্ল্যান থাকে ছেলেদেরও।
#নয়াদিল্লি: ভ্যালেন্টাইনস ডে'তে (Valentine's Day) নিজেকে বেস্ট দেখাতে মেয়েরা যেমন নানা প্ল্যান করে থাকে তেমনই প্ল্যান থাকে ছেলেদেরও। কী পরলে সঙ্গীর ভালো লাগবে, কী পরলেই বা এই দিন দুর্দান্ত দেখাবে সেই সব নিয়ে ডাউট থাকে। ভ্যালেন্টাইনস ডে'তে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরা কীভাবে, কী পোশাকে (Dress) নিজেদের সাজাতে পারে, তার জন্য রইল টিপস (Fashion Tips)।
জ্যাকেট
যেহেতু এই সময় শীতের আমেজ থাকে, তাই শীতের পোশাক সঙ্গে থাকা মাস্ট। আর শীতের পোশাকের সঙ্গেই স্টাইলিং (Fashion Tips) করে পোশাক (Dress) বেছে নিতে হবে। এক্ষেত্রে ফ্যাশানেবল কোনও জ্যাকেট পরা যেতে পারে যেকোনও বটমের সঙ্গে। অবশ্যই বটম যেন মানানসই হয়। হতে পারে, সিনেমার দৃশ্যের মতো আপনিও শীতে কাঁপতে থাকা প্রেমিকাকে জ্যাকেট পরিয়ে দিলেন ডেটে গিয়ে।
advertisement
advertisement
স্লিম ফিটের সঙ্গে ডেনিম শার্ট
ডেনিম শার্ট প্রায় সবার কাছে থাকে। তাই বাড়তি না ভেবে একদম ক্যাসুয়াল একটা স্লিম ফিট ট্রাউজার সঙ্গে ডেনিম শার্ট পরা যেতে পারে। ডেনিম শার্টে একদম একটা বয়িশ লুক আসে যা পছন্দ হতে পারে প্রেমিকার।
advertisement
স্প্ল্যাশ কালারের সঙ্গে ক্যাসুয়াল
যে কোনও পোশাক (Dress) তখনই ভালো লাগে যখন সেই পোশাক কমফর্টেবল হয়। পোশাক যদি অস্বস্তির কারণ হয় তা হলে তাতে ভালো কখনই লাগে না এবং তা বোঝাও যায়। তাই যে পোশাকই পরা হোক না কেন তা যাতে কমফর্টেবল হয় সেদিনে নজর দিতে হবে। এক্ষেত্রে ক্যাসুয়াল পরা যেতে পারে। একটু ফাঙ্কি ও অন্যরকম লুক দেওয়ার জন্য এর সঙ্গে স্প্ল্যাশ কালারের টপ পরা যেতে পারে। বা ক্যাসুয়ালই একটু অন্য ধরনের রঙের পরা যেতে পারে।
advertisement
ব্লেজার
মাচো লুকের জন্য ব্লেজার পারফেক্ট। ফরম্যাল অ্যাপিয়ারেন্সের জন্য ব্লেজার পরা যেতে পারে। যদি জানা থাকে সঙ্গী দুর্দান্ত সেজে আসবে, গাউন পরবে তা হলে সঙ্গে ব্লেজার বেশ মানাবে।
বাটন ডাউন
শার্টের লুক মেয়েরা পছন্দ করে অনেক বেশি। তাই বিশেষ দিনে শার্টই যদি একটু অন্যরকম করে পরা যায় তা হলে মন্দ হয় না। একটু শার্টের স্লিভ রোল করে এবং কলার অন্যরকম করে পরা যেতেই পারে। সঙ্গে কমফর্টেবল হলে খোলা রাখা যায় কয়েকটা বোতাম।
advertisement
যে কোনও পোশাকের সঙ্গে অবশ্যই মানানসই অ্যাকসেসরিজ মাস্ট। খেয়াল রাখতে হবে জুতো ও হেয়ার স্টাইলের দিকেও। দিনের বেলা ডেটে গেলে হালকা রঙ পরলে ভালো লাগবে, রাতে ডেটে গেলে যে কোনও রঙই পারফেক্ট লাগবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 9:02 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day: প্রেমিকার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যালেন্টাইনস ডে'তে সাজান নিজেকে, কী পরবেন? রইল টিপস!