Valentine's Day-তে উৎক্ষেপণ হবে নজরদারি স্যাটেলাইট, খবর জানাল ISRO
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
১৪ ফেব্রুয়ারি (Valentine's Day) দেশকে বড় উপহার দেবে ইসরো (ISRO)৷
#নয়াদিল্লি: ভারতীয় অন্তরীক্ষ অনুসন্ধান সংগঠন (ISRO) ভ্যালেন্টাইন্স ডে -র দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সকাল ৫.৫৯ এ এই বছরে নিজেদের প্রথম স্যাটেলাইট PSLV-C52 রকেটের দ্বারা প্রক্ষেপণ করবে৷ রকেট PSLV-C52 শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধবন অন্তরীক্ষ কেন্দ্র থেকে তৈরি লঞ্চপ্যাডে থেকে উৎক্ষেপিত হবে৷ এর জন্য সব প্রস্তুতি হয়ে গেছে৷
advertisement
advertisement
কিন্তু দেশে করোনা অতিমারির জেরে স্যাটেলাইট লঞ্চিং লাগাতার পিছিয়েছে৷ এখনও অবধি ইসরো এই স্যাটেলাইটের লঞ্চিং তারিখ নিশ্চিত করতে পারেনি৷ EOS-4/RISAT-1A স্যাটেলাইট বাস্তবে একটি মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং স্যাটেলাইট৷ এই স্যাটেলাইটের সঙ্গে আরও দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে৷ প্রথমটি ইন্ডিয়ান ইন্সটটিউট অফ সাইট অ্যান্ড টেকনোলজির ছাত্রের দ্বারা প্রস্তুত INSPIREsat-1 এবং দ্বিতীয়টি ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি স্যাটেলাইট INS-2B৷
advertisement
স্যাটেলাইট উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে৷ তারা লিখেছে,‘‘এখন এটা অফিসিয়াল হয়ে গেছে৷ পিএসএলভি ৫২ ১৪ ফেব্রুয়ারি সকালে ৫.৫৯ মিনিটে ইওএস০৪ রাডার ইমেজিং স্যাটেলাইট আর ২ অন্য ছোট উপগ্রহকে ৫২৯ কিলোমিটার দূরে সূর্যের কক্ষপথে নিয়ে যাওয়া হবে৷ ’’ RISAT-1A একটি রাডার ইমেজিং স্যাটেলাইট৷ যার ব্যবহার নজরদারি চালাতে করা হবে৷ এই কাজের জন্য পৃথিবীর ৫২৯ কিলোমিটার ওপরে এই উপগ্রহকে স্থাপিত করা হবে৷