Summer Hair Care Tips: হাজারো চেষ্টাতেও রেহাই পাননি চুলের সমস্যা থেকে? একবার এই গাছের ফল ব্যবহার করে দেখুন

Last Updated:

Summer Hair Care Tips: শ্যাম্পুর তুলনায় রিঠাতে ফেনা অনেক কম হয়৷ তাই বলে চিন্তা করবেন না৷ চুল পরিষ্কার বা চুল ভাল রাখার পর্ব বিঘ্নিত হয় না৷

বাজারে এখন হালফ্যাশনের নানা শ্যাম্পু ও সাবানের দাপট৷ কিন্তু এরা রূপচর্চায় আসার আগে মধ্যবিত্তের ভরসা ছিল রিঠা৷ চুল ভাল রাখার পাশাপাশি খুশকি, উকুন, একজিমা দূর করতেও এই ফল জুড়িহীন৷ শিকাকাইয়ের সঙ্গে রিঠা মিশিয়ে শ্যাম্পু তৈরি করে দেওয়া হত চুলে৷ এর ফলে নতুন চুল গজাতেও সাহায্য করে৷
শুধু শ্যাম্পুই নয়৷ কাপড় কাচার সাবান হিসেবেও এই ফলের ব্যবহার প্রচুর৷ শহর ছাড়িয়ে গ্রামে আজও কাপড়চোপড় ঝকঝকে করে তুলতে রিঠা প্রথম ও শেষ পছন্দ৷ অনেকে বাড়িঘর তকতকে করে তোলার জন্যও রিঠা নেন৷
শ্যাম্পুতে থাকা ক্ষতিকর রাসায়নিকের প্রভাব এড়ানো যায় রিঠায়৷ তবে শ্যাম্পুর তুলনায় রিঠাতে ফেনা অনেক কম হয়৷ তাই বলে চিন্তা করবেন না৷ চুল পরিষ্কার বা চুল ভাল রাখার পর্ব বিঘ্নিত হয় না৷
advertisement
advertisement
আরও পড়ুন : শ্যাম্পুর আগে এসবের একটাও করছেন না! গরমে চুলের দফারফা
বাজারে রেডিমেড রিঠা ও শিকাকাই পাউডার পাওয়া যায়৷ সেটা কিনতে পারেন৷ সময় থাকলে আস্ত রিঠা আর শিকাকাইও নিতে পারেন৷ সেক্ষেত্রে রিঠার বীজ বার করে নিয়ে শিকাকাইয়ের সঙ্গে রাতভর জলে ভিজিয়ে রাখুন৷ কয়েক দিন ভেজানোর পর রিঠা নরম হয়ে আসবে৷ তার পর জল-সহ রিঠা ও শিকাকাই ১৫-২০ মিনিট ধরে কড়াইয়ে অল্প আঁচে সিদ্ধ করতে হবে৷ ফেনা হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন৷ তার পর ঠান্ডা হলে ছেঁকে নিয়ে ব্যবহার করুন শ্যাম্পু হিসেবে৷
advertisement
আরও পড়ুন : আপনি অন্তঃসত্ত্বা? এই খাবারের গুণে সব জটিলতা এড়িয়ে চলুন
সাধারণ ও রুক্ষ চুলের জন্য মিশ্রণে রিঠা বেশি নেবেন শিকাকাইয়ের তুলনায়৷ কোমর অবধি লম্বা চুল হলে অন্তত ১৫ টা রিঠা ও ৬ টা শিকাকাই নিন৷ চুল ছোট হলে এই পরিমাণ কমবে৷ যদি চুল রুক্ষ হয়, তাহলে শিকাকাই বাড়িয়ে রিঠা কমিয়ে দিন৷ কারণ রিঠায় চুল শুকনো করে দেয়৷ শিকাকাইয়ের প্রভাবে চুল নরম ও মসৃণ হয়৷
advertisement
আরও পড়ুন : ঘন কালো লম্বা চুল চান? এ গুলি খাচ্ছেন তো?
বাজারচলতি শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার স্পা, হেয়ার প্যাক-সহ একাধিক জিনিস ব্যবহার করেও যদি চুলের সমস্যা থেকে রেহাই না পান, তাহলে এক বার রিঠা ও শিকাকাইয়ের শরণ নিয়ে দেখতে পারেন৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Hair Care Tips: হাজারো চেষ্টাতেও রেহাই পাননি চুলের সমস্যা থেকে? একবার এই গাছের ফল ব্যবহার করে দেখুন
Next Article
advertisement
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট, এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি
  • রাজ্য কমিটি তৈরিতে বিরাট জট

  • এক ব্যক্তি এক পদের 'গেঁড়োয়' আটকে বঙ্গ বিজেপি

  • অধিকাংশ নেতা নির্বাচন লড়তে চান অথচ সংগঠনের কাজে অনীহা

VIEW MORE
advertisement
advertisement