Summer Hair Care Tips: শ্যাম্পুর আগে এসবের একটাও করছেন না! গরমে চুলের দফারফা হবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
বেশি শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা উবে যায়৷ তাই গরমে চুলেোর যত্ন নিতে রইল কিছু ঘরোয়া টোটকা৷ (Summer Hair Care Tips)
গরমে ঘাম, ধুলোবালি, ময়লা জমে স্ক্যাল্প দ্রুত নোংরা হয়ে যায়৷ ফলে চুলের একাধিক সমস্যা দেখা দেয়৷ চুলের গোড়ায় ময়লা জমে বেড়ে যায় চুল পড়ার সমস্যাও৷ বেশি শ্যাম্পু করলে চুলের আর্দ্রতা উবে যায়৷ তাই গরমে চুলেোর যত্ন নিতে রইল কিছু ঘরোয়া টোটকা৷ (Summer Hair Care Tips)
advertisement
২০০ মিলি নারকেল তেলের সঙ্গে ৪-৫ টা কারিপাতা ফুটিয়ে নিন৷ ঠান্ডা করে সংগ্রহ করে রাখুন একটি বোতলে৷ তার পর ছেঁকে নিয়ে ব্যবহার করুন৷ সপ্তাহে অন্তত ৩ বার এই তেল ব্যবহার করুন৷
advertisement
পেঁয়াজ পিষে রস বার করুন৷ তার পর সেটা স্ক্যাল্পে লাগিয়ে অপেক্ষা করুন ৪০ মিনিট৷ তার পর শ্যাম্পু করুন৷ সপ্তাহে ১ থেকে ২ বার এটা করুন৷
advertisement
advertisement
তাজা আমলকির রস স্ক্যাল্পে মেখে আধঘণ্টা অপেক্ষা করুন৷ এর পর মাইল্ড ক্লেঞ্জার দিয়ে মাথা ধুয়ে লাগিয়ে নিন কন্ডিশনার৷
advertisement
গরম জলে ২-৩ টে গ্রিন টি ব্যাগ ভিজিয়ে নিন৷ এ বার মিশ্রণ ঠান্ডা করে স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করুন মৃদু ভাবে৷ তার পর ধুয়ে নিন৷
advertisement