Raven attacks Pizza Drone in sky : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral video : Raven attacks Pizza Drone in sky : আকাশপথে পড়ল এক দাঁড়কাক ৷ সে কিছুতেই ছাড়বে না এই অদ্ভুতদর্শন ‘পাখি’-কে ৷ শুরু হল লড়াই ৷
নয়াদিল্লি : ড্রোনে চেপে পাড়ি দিচ্ছিল পিজ্জা (Pizza Drone) ৷ গ্রাহকের বাড়ির পথে ৷ আকাশপথে সে পড়ল এক বায়সের (Raven) পাল্লায় ৷ এই ঘটনা অস্ট্রেলিয়ার (Australia) ৷ ভিডিয়ো বাজিমাত করেছে ইন্টারনেটে ৷
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার (Canbera) ভিডিয়োটি হু হু করে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে ৷ সেখানে দেখা যাচ্ছে হোম ডেলিভারির পথে যাচ্ছে একটি ড্রোন ৷ সে বয়ে নিয়ে যাচ্ছে পিজ্জা ৷ আকাশপথে পড়ল এক দাঁড়কাক ৷ সে কিছুতেই ছাড়বে না এই অদ্ভুতদর্শন ‘পাখি’-কে ৷ শুরু হল লড়াই ৷ আকাশপথে চক্কর দিচ্ছে ড্রোন ৷ সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী দাঁড়কাকও ৷
advertisement
ভিডিয়োয় দেখা যাচ্ছে ড্রোনের সঙ্গে কুস্তি করার চেষ্টা করে যাচ্ছে কাকটি ৷ কিছু ক্ষণ পর সেটি ঠোকরাতে শুরু করল ড্রোনকে ৷ এই পরিস্থিতিতে পিজ্জা নামিয়ে দিল ড্রোন ৷ সাধারণত যে উচ্চতা থেকে ফেলে, তার থেকে বেশ কিছুটা বেশি উচ্চতাতেই ৷ কিছু ক্ষণ পর রণে ভঙ্গ দিয়ে পালাল শ্রী কাকেশ্বর কুচকুচেও ৷
advertisement
advertisement
আরও পড়ুন : কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার, বাংলায় ট্যুইট করলেন আনন্দবার্তা
ভিডিয়োটি করেছেন বেন রবার্টস ৷ তিনিই অর্ডার করেছিলেন পিজ্জাটি ৷ তার পর অপেক্ষায় ছিলেন কখন এয়ার ডেলিভারিতে খাবার এসে তার কাছে পৌঁছবে ৷ পিজ্জার অপেক্ষায় থাকতে থাকতে তিনি ক্যামেরাবন্দি করে ফেললেন ড্রোন ও দাঁড়কাকের লড়াই ৷ তার পর ভিডিয়োটি আপলোড করেন ইউটিউবে ৷ সেখান থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷
advertisement
আরও পড়ুন : শুধু রুটি? এ বার ডায়েটে রাখুন পুষ্টিগুণে ভরপুর গমের শাকও
ভিডিয়ো দেখে নেটিজেনরা হতবাক ৷ পাখিপ্রেমীরা প্রশ্ন তুলেছেন পাখিদের সমস্যা নিয়েও ৷ তাঁদের অভিযোগ, মানুষ এ বার এভাবেও সমস্যায় ফেলছে পাখিদের ৷ কেউ আবার মজা করে লিখেছেন, প্যাকেটের ভিতরে কফি থাকলে সেটি পুরো ঘেঁটে একাকার!
জানা গিয়েছে, শহরের একাধিক জায়গায় ড্রোনটিকে নামিয়ে তার কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট সংস্থা ৷ কারণ পাখিদের আক্রমণ ৷ পাখিদের বাসা বাঁধার সময়ে এই ধরনের সমস্যা প্রায়ই হয় বলে জানিয়েছেন তাঁরা ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2021 6:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raven attacks Pizza Drone in sky : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো