British High Commissioner tastes Rasgulla : কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার, বাংলায় ট্যুইট করলেন আনন্দবার্তা

Last Updated:

রসগোল্লার স্বাদে এ বার মজেছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেকজান্ডার এলিস বা অ্যালেক্স এলিস (British High Commissioner tastes Rasgulla)

কলকাতা : রসগোল্লার স্বাদে এ বার মজেছেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেকজান্ডার এলিস বা অ্যালেক্স এলিস (British High Commissioner tastes Rasgulla) ৷ সম্প্রতি কলকাতায় এসেছিলেন এলিস (Alex Ellis) ৷ ধর্মতলায় কে সি দাসের দোকানে দাঁড়িয়ে তিনি রসগোল্লা (Rasgulla) খান ৷ তাঁর মুগ্ধতার কথা নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে ৷ টুইটারে তাঁর হাসিমুখ জ্বলজ্বল করছে ৷ কপালে চন্দনের টিপ, গলায় জুঁইফুলের মালা ৷ সহাস্য হাইকমিশনার এলিস খাচ্ছেন রসগোল্লা ৷
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর মুগ্ধতার বার্তা-‘‘ভারতের সবথেকে মিষ্টি শহর কলকাতায় এসে বড়োই আনন্দিত আমি। এখানকার এসপ্লানেডের কে. সি. দাসের আউটলেটে আমি চেখে দেখলাম দারুণ স্বাদের "বাংলার রসগোল্লা"।’’ বাংলা ভাষাতেই ট্যুইট করেছেন তিনি ৷
অ্যালেক্স এলিসের ট্যুইটবার্তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের ৷ ট্যুইটারেত্তিরা তাঁকে কলকাতার একাধিক বিশেষ খাবার খেতে অনুরোধ করেছেন ৷ কেউ বলেছেন, এর পর সদ্য কড়াই থেকে নামানো গরমাগরম রসগোল্লা খেতে ৷ কেউ আবার বলেছেন, কলকাতার রাস্তার খাবারের স্বাদ নিতে ৷ এক নেটিজেন বলেছেন, পরের বার কলকাতায় এলে অবশ্যই মিষ্টি দই খেয়ে দেখতে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : দুধ বা দুধের তৈরি এই খাবারগুলো আপনার ডায়েটে নেই? ক্ষতি করছেন নিজেরই
চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে ব্রিটিশ হাইকমিশনারের দায়িত্ব নেন অ্যালেক্স এলিস ৷ তিনি ফিলিপ বার্টোনের স্থলাভিষিক্ত হন ৷ শুধু কলকাতাই নয় ৷ এর আগে ভারতের যে যে শহরে তিনি গিয়েছেন, চেখে দেখেছেন সেখানকার স্থানীয় নামী খাবার ৷
advertisement
বেঙ্গালুরুতে গিয়ে তিনি খেয়েছেন মাইসোরের মশলা ধোসা ৷ ছুরি ও কাঁটাচমচ সরিয়ে রেখে হাত দিয়েই ধোসা খেয়েছেন ৷ এ মাসের গোড়ায় তিনি গিয়েছিলেন মুম্বই ৷ বাণিজ্যনগরীতে পা রেখে তিনি স্বাদ নিয়েছেন স্থানীয় ডেলিকেসি ‘বড়া পাও’-এর ৷ গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে বড়া পাও খাওয়ার ছবি তিনি শেয়ার করেছেন ট্যুইটারে ৷ সে শহরের ডাব্বাওয়ালারা তাঁকে উপহার দিয়েছেন টিফিন বক্স ৷ তাঁদেরকেও ট্যুইটারে ধন্যবাদ জানিয়েছেন এলিস ৷
advertisement
এর পর কোথায় যাবেন ব্রিটিশ হাইকমিশনার? তাঁর পরবর্তী গন্তব্য ও স্থানীয় খাবার উপভোগের ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় নেটিজেনরা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
British High Commissioner tastes Rasgulla : কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার, বাংলায় ট্যুইট করলেন আনন্দবার্তা
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement