Health Benefits of Wheatgrass: শুধু রুটি? এ বার ডায়েটে রাখুন পুষ্টিগুণে ভরপুর গমের শাকও

Last Updated:

গমের যে শাক, তার প্রবেশ বাঙালি হেঁসেলে বিশেষ নেই ৷ পোশাকি নাম ‘হুইটগ্রাস’ (Wheatgrass), এই শাকের গুণাগুণ কিন্তু প্রচুর

গম থেকে আটা ৷ আটা থেকে রুটি ৷ কিন্তু গমের যে শাক, তার প্রবেশ বাঙালি হেঁসেলে বিশেষ নেই ৷ পোশাকি নাম ‘হুইটগ্রাস’ (Wheatgrass), এই শাকের গুণাগুণ কিন্তু প্রচুর ৷ আসুন, জেনে নিই কোন কোন ক্ষেত্রে এই শাক অত্যন্ত উপকারী ৷
অগাধ পুষ্টিমূল্য এবং বিস্ময়কর উপকারিতার জন্য হুইটগ্রাস বা গমশাককে বলা হয় ‘সুপারফুড’ (Superfood) ৷ সাধারণত তাজা রস তৈরি করে খাওয়া হয় হুইটগ্রাস (Health benefits of Wheatgrass) ৷ পাওয়া যায় এর গুঁড়োও৷ প্রয়োজনমতো মিশিয়ে নেওয়া যায় শেক ও স্মুদিতে ৷
হুইটগ্রাস হজম করা শক্ত ৷ কিন্তু যদি এক বার সয়ে যায়, তা হলে এর মতো ‘সুপারফুড’ অনন্য ৷ অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিব্যাকটেরিয়ালে ভরপুর হুইটগ্রাস ৷
advertisement
advertisement
উৎসেচকে সমৃদ্ধ হুইটগ্রাস সাহায্য করে হজমে ৷ তবে এই শাক নিজে কিছুটা দুষ্পাচ্য ৷ কোষ্ঠকাঠিন্য-সহ হজমের বেশ কিছু সমস্যায় হুইটগ্রাস উপকারী ৷
আরও পড়ুন : রান্নায় কারিপাতা দেন না? অজান্তেই ক্ষতি করছেন স্বাস্থ্যের
শরীর থেকে টক্সিন দূর করতেও হুইটগ্রাস জুড়িহীন ৷ ফলে কর্মক্ষমতা বেড়ে যায় ৷ সার্বিক স্বাস্থ্যও ভাল থাকে ৷ রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এর প্রভাবে ৷
advertisement
হুইটগ্রাস খাওয়ার ফলে মেটাবলিজমের হার বৃদ্ধি পায়৷ তা ছাড়া এই গমশাকে কোনও স্নেহপদার্থ নেই ৷ এর ক্যালরির মাত্রাও কম৷ তাই যাঁরা বাড়তি ওজন কমানোর জন্য ডায়েট করছেন, শরণাপন্ন হতে পারেন হুইটগ্রাসের ৷
আরও পড়ুন : সর্দিকাশি, গলাব্যথার মতো সমস্যায় অন্ধের ষষ্ঠি ভেষজ ষষ্টিমধু ব্যবহারে বিপত্তিও আছে! জানেন তো?
হুইটগ্রাস খাওয়া শুরু করলে কম মাত্রায় করুন ৷ পরে সয়ে গেলে ধীরে ধীরে মাত্রা বাড়াবেন ৷ অনেকের ক্ষেত্রে গমের শাকের প্রভাবে মাথাধরা, পেটের গণ্ডগোল, জ্বর, বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে ৷ হুইটগ্রাস খাওয়া শুরুর পর দু’ থেকে আড়াই সপ্তাহ অবধি এই উপসর্গ থাকতে পারে ৷ তার পর ধীরে ধীরে চলে যাওয়ার কথা ৷ কিছু ক্ষেত্রে হুইটগ্রাস খাওয়া উচিত নয় ৷ অন্তঃসত্ত্বা এবং যে মহিলারা সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন, তাঁদের এই শাক খাওয়া উচিত নয় ৷ তাছাড়া অ্যালার্জির সমস্যা, সেলিয়াক ডিজিজ, ব্লাড ডিজঅর্ডার, গ্লাটেন ইনটলারেন্স-সহ একাধিক শারীরিক সমস্যায় এই শাক খেতে নিষেধ করা হয় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Wheatgrass: শুধু রুটি? এ বার ডায়েটে রাখুন পুষ্টিগুণে ভরপুর গমের শাকও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement