Curry Leaves Health Benefits: রান্নায় কারিপাতা দেন না? অজান্তেই ক্ষতি করছেন স্বাস্থ্যের

Last Updated:

দেখে নিন নিত্য রন্ধনে কারিপাতা (Curry leaves in cooking) রাখলে আপনার স্বাস্থ্যে কী ভাল দিক যোগ হচ্ছে ৷

ভারতীয় রান্না সংস্কৃতির অন্যতম অঙ্গ কারিপাতা (Curry leaves) ৷ দেশের একাধিক প্রদেশের রান্নায় এই পাতার ব্যবহার বহল প্রচলিত (Health benefits of curry leaves) ৷ রান্নার খাবারে সুবাস বাড়ানোর পাশাপাশি এই পাতার গুণাগুণও অনেক ৷ দেখে নিন নিত্য রন্ধনে কারিপাতা (Curry leaves in cooking) রাখলে আপনার স্বাস্থ্যে কী ভাল দিক যোগ হচ্ছে ৷
ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফাইবার, কপার, আয়রন-সহ অন্যান্য পুষ্টিমূল্যে ভরপুর কারিপাতা ৷ এর ফলে বাড়তি ওজন হ্রাস, মধুমেহ নিয়ন্ত্রণে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ-সহ একাধিক শারীরিক সমস্যায় কারিপাতা কার্যকরী ৷
রান্নায় কারিপাতা দিলে কোলেস্টেরল ও ট্রাইগ্লাইসেরাইডের মাত্রা কমতে সাহায্য করে ৷ সেইসঙ্গে হৃদযন্ত্রের ঝুঁকিও কমিয়ে দেয় ৷
advertisement
সম্বর, চাটনি, তড়কা ডালের মতো রেসিপিতে কারিপাতা দেওয়ার রীতি অনেক দিন ধরে প্রচলিত৷ এ ছাড়া লস্যি, ছাঁচের মিশ্রণেও কারিপাতা দেওয়া যায় ৷ বাটারমিল্ক বা ছাঁচের সঙ্গে কারিপাতা মিশিয়ে খেলে পেটের বিভিন্ন সমস্যা কমে যায় ৷ ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, আমাশয়ের মতো রোগ নিয়ন্ত্রিত হয় কারিপাতায় ৷ সকালে খালি পেটে খাওয়া যায় কাঁচা কারিপাতাও ৷
advertisement
আরও পড়ুন : ‘লুচিশীল বাঙালি’ হতে চান? জেনে নিন ডুবো তেলে ভাজার সঠিক নিয়ম
প্রেগন্যান্সিতে অনেক মহিলারই সকালে বমি হয় বা গা গোলানর সমস্যা দেখা দেয় ৷ এই ধরনের উপসর্গ-সহ মর্নিং সিকনেসের সমস্যা থেকে মুক্তি দেয় কারিপাতার ব্যবহার ৷
কারিপাতায় কপার, আয়রন, জিঙ্কের মতো উপাদান থাকায় মধুমেহ নিয়ন্ত্রিত হয় ৷ ভিটামিন এ থাকায় চোখের জন্যও কারিপাতা উপকারী ৷ চোখের ছানিপড়ার আশঙ্কা কমে ৷
advertisement
কারিপাতা থেকে তৈরি এসেনশিয়ার অয়েল স্ট্রেস বা মানসিক চিন্তা বা উদ্বেগ কমাতে সাহায্য করে ৷ অবসাদ কমাতেও কারিপাতার সুবাস জুড়িহীন ৷
আরও পড়ুন : সর্দিকাশি, গলাব্যথার মতো সমস্যায় অন্ধের ষষ্ঠি ভেষজ ষষ্টিমধু ব্যবহারে বিপত্তিও আছে! জানেন তো?
ত্বকের যে কোনও সংক্রমণে কারিপাতার পেস্ট বা মিশ্রণ খুব উপকারী ৷ ছোটখাটো পুড়ে যাওয়ার ক্ষতেও ব্যবহার করা হয় কারিপাতার মিশ্রণ ৷
advertisement
অকালে চুল পড়ে যাওয়া বা অকালপক্বতার সমস্যাতেও কারিপাতা মুশকিল আসান ৷ নারকেল তেলের সঙ্গে কয়েকটি কারিপাতা ফুটিয়ে মাখার রীতি প্রচলিত দীর্ঘ দিন ধরেই ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Curry Leaves Health Benefits: রান্নায় কারিপাতা দেন না? অজান্তেই ক্ষতি করছেন স্বাস্থ্যের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement