North Bengal Offbeat Tourist Spot : নিরিবিলিতে জীবনের বিশেষ দিন কাটাতে চান! তাহলে আলিপুরের এই অফবিট জায়গা আপনার জন্য সেরা! রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
North Bengal Offbeat Tourist Spot : আপনি খুব ভাল করে উপভোগ করতে চান। শহুরে কোলাহল আপনার ঠিক পছন্দ নয়। চাইছেন নিরিবিলি স্থান। তাহলে চলে আসুন হ্যামিল্টনগঞ্জে।
আলিপুরদুয়ার: সামনেই রয়েছে আপনার জীবনের একটি বিশেষ দিন। যা আপনি খুব ভাল করে উপভোগ করতে চান। শহুরে কোলাহল আপনার ঠিক পছন্দ নয়। চাইছেন নিরিবিলি স্থান। তাহলে চলে আসুন হ্যামিল্টনগঞ্জে।
কালচিনি ব্লকের অন্তর্গত হ্যামিল্টনগঞ্জ এলাকা। এখানেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এলাকাটি। এই এলাকাটি দক্ষিণ লতাবাড়ি নামেও পরিচিত। কৃষিকাজের জন্য জেলায় বিখ্যাত এই এলাকাটি। তবে কৃষিকাজের পাশাপাশি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়ছে পর্যটকদের। শীতের সময় হলুদ সর্ষে ক্ষেত, নদী সব মিলিয়ে অনন্য পরিবেশ। বেসরকারিভাবে নদীর সামনে কিছু কটেজ তৈরি করা হয়েছে। যা বাঁশের তৈরি। এছাড়াও বসার জায়গা দেওয়া হয়েছে নদীর পাড়ে।
advertisement
আরও পড়ুনঃ বক্সা অনিশ্চিত, শীতে রেডি পর্যটকদের নয়া ডেস্টিনেশন, সাফারির জন্য একেবারে সেরার সেরা
রাত্রিবাসের জন্য এখনও ব্যবস্থা নেই। তবে খুব শীঘ্রই সে কাজ শুরু হবে বলে জানা যায়। আমন লোহার নামের এক ব্যবসায়ী জানান, “এখানে সকালে এসে সন্ধ্যে অবদি কাটিয়ে যেতে পারবেন পর্যটকরা। কোনওরকম এন্ট্রি ফি তো লাগে না। শুধু খাবারের দাম নেওয়া হয়।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীত পড়তেই পায়ের গোড়ালি ফেটে ‘হাঁ’! ব্যথায় পা ফেলতে পারছেন না? ৪৮ ঘণ্টাতেই ম্যাজিকের মতো মুক্তি, রইল সহজ ঘরোয়া সমাধান
এই জায়গাতে এলে বিকেলবেলার অস্তগামী সূর্য আপনার মন ভাল করে দেবে। এমন দৃশ্য ও এমন স্থান হয়ে উঠতে পারে আপনার একাকিত্বের সঙ্গী। হাসিমারা থেকে এই স্থান সামনে আবার আলিপুরদুয়ার থেকেও সামনে।
advertisement
Annanya Dey
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2025 3:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Offbeat Tourist Spot : নিরিবিলিতে জীবনের বিশেষ দিন কাটাতে চান! তাহলে আলিপুরের এই অফবিট জায়গা আপনার জন্য সেরা! রইল ঠিকানা
