Viral : শাড়ির সঙ্গে ব্লাউজের জায়গায় শুধুই মেহন্দি! শৌখিনীর সাহসী সাজে বিস্মিত নেটিজেনরা

Last Updated:

Viral : সবই আছে, নেই শুধু ব্লাউজ৷ তার বদলে আছে মেহেন্দি-অলঙ্করণ

ভারতীয় বিয়ের সাজে মেহন্দি (mehndi in wedding) গুরুত্বপূর্ণ অঙ্গ৷ কনে তো বটেই৷ তাঁর বাড়ির বাকি মহিলারাও হাতে ও পায়ে নক্সা করেন মেহন্দি বা হেনা দিয়ে৷ বরের হাতে ও পায়ে মেহন্দি না থাকলেও তাঁর বাড়ির মহিলারাও সাজেন এই সাজে৷ আগে বাড়ির মেয়েরাই সাজালে এখন পেশাদার শিল্পীরা মেহেন্দি পরিয়ে দেন৷
আরও পড়ুন : সাধারণ ঘরোয়া উপকরণেই শীতেও ত্বক হবে পেলব ও প্রাণবন্ত
কিন্তু মেহেন্দিই যদি ব্লাউজের বিকল্প (mehndi blouse) হয়ে ওঠে? নিছক কল্পনা নয়৷ সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরছে এরকমই একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণীর পরনে দুধসাদা চিকন শাড়ি৷ কানে বড় দুল ৷ ভরাট খোঁপা ঘিরে সাদা ফুল৷ সবই আছে, নেই শুধু ব্লাউজ৷ তার বদলে আছে মেহেন্দি-অলঙ্করণ৷ মেহেন্দির জাদুতে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আধুনিক নক্সার কাঁধখোলা ব্লাউজ৷
advertisement
আরও পড়ুন : ৩ হাজার বছরের প্রাচীন রেসিপিতে শীতের রোদে তৈরি করুন গোলাপের জ্যাম ‘গুলকন্দ’, খান বছরভর
অভিনব এই মেহেন্দি-ব্লাউজ সাজে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি৷ তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনৈক নেটিজেন৷ ক্যাপশন দিয়েছেন ‘‘হেনা ব্লাউজ! এর পর কী?’’৷ সঙ্গে আছে ইমোজিও৷ তিনি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে মেহেন্দি ব্লাউজ৷ বিস্ময়প্রকাশ করেছেন অনেক নেটিজেনই৷ এক নজরে দেখে যে ফারাক করা যাচ্ছে না, সে কথাও বলেছেন অনেকেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান
তবে নেটমাধ্যমে এই মেহন্দি ব্লাউজ কিন্তু প্রথম নয়৷ এর আগেও দেখা গিয়েছে এই সাহসী অথচ অভিনব সাজ৷ ট্যুইটারে এর আগে পোস্ট করা হয়েছে মেহন্দি ব্লাউজের ছবি৷
advertisement
advertisement
গত কয়েক বছরের ট্রেন্ড বলছে, বিয়ের মরসুমে ঘুরেফিরে আসে এই সাজ৷ ‘মেহন্দি’ বা ‘হেনা ব্লাউজ’-এর বকলমে যা আসলে মেহন্দিরই ‘নতুন ডিজাইন’!
advertisement
ঠিকমতো ক্যারি করতে পারলে এই অলঙ্করণসাজ যে বিয়েবাড়িতে সকলের মধ্যমণি হয়ে উঠবে তাতে সহমত সাজশৌখিনীরা৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : শাড়ির সঙ্গে ব্লাউজের জায়গায় শুধুই মেহন্দি! শৌখিনীর সাহসী সাজে বিস্মিত নেটিজেনরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement