Viral : শাড়ির সঙ্গে ব্লাউজের জায়গায় শুধুই মেহন্দি! শৌখিনীর সাহসী সাজে বিস্মিত নেটিজেনরা

Last Updated:

Viral : সবই আছে, নেই শুধু ব্লাউজ৷ তার বদলে আছে মেহেন্দি-অলঙ্করণ

ভারতীয় বিয়ের সাজে মেহন্দি (mehndi in wedding) গুরুত্বপূর্ণ অঙ্গ৷ কনে তো বটেই৷ তাঁর বাড়ির বাকি মহিলারাও হাতে ও পায়ে নক্সা করেন মেহন্দি বা হেনা দিয়ে৷ বরের হাতে ও পায়ে মেহন্দি না থাকলেও তাঁর বাড়ির মহিলারাও সাজেন এই সাজে৷ আগে বাড়ির মেয়েরাই সাজালে এখন পেশাদার শিল্পীরা মেহেন্দি পরিয়ে দেন৷
আরও পড়ুন : সাধারণ ঘরোয়া উপকরণেই শীতেও ত্বক হবে পেলব ও প্রাণবন্ত
কিন্তু মেহেন্দিই যদি ব্লাউজের বিকল্প (mehndi blouse) হয়ে ওঠে? নিছক কল্পনা নয়৷ সম্প্রতি সামাজিক মাধ্যমে ঘুরছে এরকমই একটি ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে এক তরুণীর পরনে দুধসাদা চিকন শাড়ি৷ কানে বড় দুল ৷ ভরাট খোঁপা ঘিরে সাদা ফুল৷ সবই আছে, নেই শুধু ব্লাউজ৷ তার বদলে আছে মেহেন্দি-অলঙ্করণ৷ মেহেন্দির জাদুতে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আধুনিক নক্সার কাঁধখোলা ব্লাউজ৷
advertisement
আরও পড়ুন : ৩ হাজার বছরের প্রাচীন রেসিপিতে শীতের রোদে তৈরি করুন গোলাপের জ্যাম ‘গুলকন্দ’, খান বছরভর
অভিনব এই মেহেন্দি-ব্লাউজ সাজে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি৷ তাঁর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনৈক নেটিজেন৷ ক্যাপশন দিয়েছেন ‘‘হেনা ব্লাউজ! এর পর কী?’’৷ সঙ্গে আছে ইমোজিও৷ তিনি শেয়ার করার সঙ্গে সঙ্গে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে মেহেন্দি ব্লাউজ৷ বিস্ময়প্রকাশ করেছেন অনেক নেটিজেনই৷ এক নজরে দেখে যে ফারাক করা যাচ্ছে না, সে কথাও বলেছেন অনেকেই৷
advertisement
advertisement
আরও পড়ুন : শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান
তবে নেটমাধ্যমে এই মেহন্দি ব্লাউজ কিন্তু প্রথম নয়৷ এর আগেও দেখা গিয়েছে এই সাহসী অথচ অভিনব সাজ৷ ট্যুইটারে এর আগে পোস্ট করা হয়েছে মেহন্দি ব্লাউজের ছবি৷
advertisement
advertisement
গত কয়েক বছরের ট্রেন্ড বলছে, বিয়ের মরসুমে ঘুরেফিরে আসে এই সাজ৷ ‘মেহন্দি’ বা ‘হেনা ব্লাউজ’-এর বকলমে যা আসলে মেহন্দিরই ‘নতুন ডিজাইন’!
advertisement
ঠিকমতো ক্যারি করতে পারলে এই অলঙ্করণসাজ যে বিয়েবাড়িতে সকলের মধ্যমণি হয়ে উঠবে তাতে সহমত সাজশৌখিনীরা৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral : শাড়ির সঙ্গে ব্লাউজের জায়গায় শুধুই মেহন্দি! শৌখিনীর সাহসী সাজে বিস্মিত নেটিজেনরা
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement