Health Benefits of Kewra Water: শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান

Last Updated:

পুষ্টিবিদ লভনীত বাতরা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কেওড়া জলের একাধিক গুণের কথা বলেছেন (Health Benefits of Kewra Water )

বিয়েবাড়ির খাবার মানেই কেওড়ার জলের (Kewra Water) সুবাস৷ অনেকের এর স্বাদগন্ধ ভাল লাগে৷ আবার অনেকেরই না-পসন্দ৷ শুধু রসনাতৃপ্তিই নয়৷ কেওড়ার জলের অনেক স্বাস্থ্যগত দিকেও উপকারিতা আছে৷
প্রথমেই জেনে রাখা ভাল, গোলাপজল ও কেওড়ার জল কিন্তু সম্পূর্ণ আলাদা৷ গোলাপজল তৈরি হয় গোলাপের পাপড়ি থেকে৷ কেওড়ার জল পাওয়া যায় প্যান্ডানাস গাছের কাণ্ড থেকে৷ প্রসাধনী শিল্পে অপরিহার্য কেওড়ার জলে আছে ফেনল, ট্যানিন, গ্লাইকোসাইডস, আইসোফ্ল্যাভেন্স, ক্যারটেনয়েডস-এর মতো প্রয়োজনীয় উপাদান৷ পুষ্টিবিদ লভনীত বাতরা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কেওড়া জলের একাধিক গুণের কথা বলেছেন (Health Benefits of Kewra Water )৷
advertisement
advertisement
# অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদানে ভরা কেওড়ার জল অ্যাকনে, সোরিয়াসিস, একজিমা-র মতো ত্বকের সমস্যায় কার্যকর৷
# ঘামের পরিমাণ কমিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
# এর সুবাস মানসিক প্রশান্তি আনে৷ কেওড়ার জল হৃদস্পন্দনের মাত্রা নিয়ন্ত্রণ করে৷ যত্নে রাখে হৃদযন্ত্রের পেশিকেও৷
advertisement
# এছাড়াও কেওড়ার জলের রূপটানের গুণও অসংখ্য৷ ত্বকের যত্নে অনেক দিন ধরেই এর ব্যবহার চলে আসছে৷
আরও পড়ুন : এই সহজ নিয়মগুলি মানুন, শীতকালীন ভোজেও বাড়বে না ওজন
# কেওড়ার জল শোধন করে৷ তাই একে ব্যবহার করতে পারেন ক্লেঞ্জার হিসেবে৷ ত্বকে লেগে থাকা ধুলোবালি, দূষণের অংশ সম্পূর্ণ মুছে ফেলে এই তরল৷
advertisement
# ত্বকের কোথাও সংক্রমণ হলে, লাল হয়ে ফুলে গেলে প্রশমনের জন্য ব্যবহার করুন কেওড়ার জল৷
# টোনার হিসেবেও কেওড়ার জল অসাধারণ৷ ত্বকের ভিতরে প্রবেশ করে নির্জীব ত্বককে ফিরিয়ে দেয় তরতাজা ও নবীন চেহারা৷ স্কিনপোরস-এর মুখ প্রসারিত করে ত্বক পরিষ্কার রাখে৷
আরও পড়ুন : ব্রেস্টফিডিংয়ের অভিজ্ঞতা কি যন্ত্রণাদায়ক? নতুন মায়েদের জন্য রইল কিছু টিপস
# কেওড়ার জলে আছে হাইড্রেটিং এসেনশিয়াল অয়েল এবং উদ্ভিদ নির্যাস৷ এর ফলে শুষ্ক ত্বকে লাগে লালিত্যের স্পর্শ৷
advertisement
# কেওড়ার জলে আছে অ্যান্টি এজিং উপাদান৷ ফলে ত্বকে রিঙ্কলস, বলিরেখা-সহ বার্ধক্যের অন্য ছাপ রোধ করে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Kewra Water: শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement