Health Benefits of Kewra Water: শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান

Last Updated:

পুষ্টিবিদ লভনীত বাতরা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কেওড়া জলের একাধিক গুণের কথা বলেছেন (Health Benefits of Kewra Water )

বিয়েবাড়ির খাবার মানেই কেওড়ার জলের (Kewra Water) সুবাস৷ অনেকের এর স্বাদগন্ধ ভাল লাগে৷ আবার অনেকেরই না-পসন্দ৷ শুধু রসনাতৃপ্তিই নয়৷ কেওড়ার জলের অনেক স্বাস্থ্যগত দিকেও উপকারিতা আছে৷
প্রথমেই জেনে রাখা ভাল, গোলাপজল ও কেওড়ার জল কিন্তু সম্পূর্ণ আলাদা৷ গোলাপজল তৈরি হয় গোলাপের পাপড়ি থেকে৷ কেওড়ার জল পাওয়া যায় প্যান্ডানাস গাছের কাণ্ড থেকে৷ প্রসাধনী শিল্পে অপরিহার্য কেওড়ার জলে আছে ফেনল, ট্যানিন, গ্লাইকোসাইডস, আইসোফ্ল্যাভেন্স, ক্যারটেনয়েডস-এর মতো প্রয়োজনীয় উপাদান৷ পুষ্টিবিদ লভনীত বাতরা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কেওড়া জলের একাধিক গুণের কথা বলেছেন (Health Benefits of Kewra Water )৷
advertisement
advertisement
# অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদানে ভরা কেওড়ার জল অ্যাকনে, সোরিয়াসিস, একজিমা-র মতো ত্বকের সমস্যায় কার্যকর৷
# ঘামের পরিমাণ কমিয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
# এর সুবাস মানসিক প্রশান্তি আনে৷ কেওড়ার জল হৃদস্পন্দনের মাত্রা নিয়ন্ত্রণ করে৷ যত্নে রাখে হৃদযন্ত্রের পেশিকেও৷
advertisement
# এছাড়াও কেওড়ার জলের রূপটানের গুণও অসংখ্য৷ ত্বকের যত্নে অনেক দিন ধরেই এর ব্যবহার চলে আসছে৷
আরও পড়ুন : এই সহজ নিয়মগুলি মানুন, শীতকালীন ভোজেও বাড়বে না ওজন
# কেওড়ার জল শোধন করে৷ তাই একে ব্যবহার করতে পারেন ক্লেঞ্জার হিসেবে৷ ত্বকে লেগে থাকা ধুলোবালি, দূষণের অংশ সম্পূর্ণ মুছে ফেলে এই তরল৷
advertisement
# ত্বকের কোথাও সংক্রমণ হলে, লাল হয়ে ফুলে গেলে প্রশমনের জন্য ব্যবহার করুন কেওড়ার জল৷
# টোনার হিসেবেও কেওড়ার জল অসাধারণ৷ ত্বকের ভিতরে প্রবেশ করে নির্জীব ত্বককে ফিরিয়ে দেয় তরতাজা ও নবীন চেহারা৷ স্কিনপোরস-এর মুখ প্রসারিত করে ত্বক পরিষ্কার রাখে৷
আরও পড়ুন : ব্রেস্টফিডিংয়ের অভিজ্ঞতা কি যন্ত্রণাদায়ক? নতুন মায়েদের জন্য রইল কিছু টিপস
# কেওড়ার জলে আছে হাইড্রেটিং এসেনশিয়াল অয়েল এবং উদ্ভিদ নির্যাস৷ এর ফলে শুষ্ক ত্বকে লাগে লালিত্যের স্পর্শ৷
advertisement
# কেওড়ার জলে আছে অ্যান্টি এজিং উপাদান৷ ফলে ত্বকে রিঙ্কলস, বলিরেখা-সহ বার্ধক্যের অন্য ছাপ রোধ করে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Benefits of Kewra Water: শুধু বিরিয়ানির সুবাস নয়, হেঁসেলে থাকা কেওড়ার জল আরও বহু সমস্যার সমাধান
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement