মা-ঠাকুমার টোটকাতেই ম্যাজিক! লম্বা, কালো একরাশ চুল পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান
- Published by:Anulekha Kar
Last Updated:
তবে জানলে অবাক হবেন চুল ভাল রাখতে নারকেল তেলের মতই সরষের তেলও অত্যন্ত কার্যকরী।
আজকাল চুলের পরিচর্যায় সরষের তেলের ব্যবহার প্রায় হয় না বললেই চলে। মা-ঠাকুমার আমলে চুলের যত্নে নারকেল তেলের সঙ্গে সরষের তেলের ব্যবহারেরও প্রচলন ছিল। তবে জানলে অবাক হবেন চুল ভাল রাখতে নারকেল তেলের মতই সরষের তেলও অত্যন্ত কার্যকরী।
আসুন জেনে নেওয়া যাক চুলের যত্নে কীভাবে সরষের তেল ব্যবহার করা যেতে পারে-
মাথার ত্বক এবং চুলের পুষ্টি জোগাতে সরষের তেল অত্যন্ত উপকারী। আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও সরিষার তেল ব্যবহার করা হয়। এটি অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং মাথার ত্বককে হাইড্রেট করতে সহায়ক। সরিষার তেল হালকা গরম করে চুলে লাগানো যেতে পারে। চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত সরিষার তেল লাগিয়ে এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলতে হবে।
advertisement
advertisement
চুলে সরিষার তেল লাগানোর আরও একটি উপায় হল এর মাস্ক তৈরি করা। হেয়ার মাস্ক তৈরি করতে একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে একটি ডিমের সাদা অংশ ও এক চা লেবুর রস মিশিয়ে চুলে লাগিয়ে রাখতে হবে ৩ থেকে ৪ ঘণ্টা। চুল ধোয়ার পর নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।
advertisement
একটি পাত্রে সরিষার তেল নিয়ে তাতে কিছু কারিপাতা দিয়ে জ্বাল দিতে হবে। এবার কারি পাতা সামান্য কালো হতে শুরু করলে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। এই তেল মাথায় লাগিয়ে ১ থেকে ৩ ঘণ্টা রাখার পর মাথা ধুয়ে ফেলতে হবে। চুল বাড়বে এবং মজবুতও হবে।
advertisement
মেহেন্দি শুধু চুলে রঙ করার জন্যই নয়, বরং চুল বাড়াতেও ব্যবহার করা যেতে পারে। মেহেন্দি দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে একটি পাত্রে ২ চামচ মেহেন্দি রেখে প্রয়োজন মতো সরিষার তেল দিন। একটি লেবুর রস যোগ করে একটি পেস্ট তৈরি করতে হবে । এই মাস্ক ২ থেকে ৩ ঘণ্টা চুলে রাখার পর ধুয়ে ফেলতে হবে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 02, 2023 10:09 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মা-ঠাকুমার টোটকাতেই ম্যাজিক! লম্বা, কালো একরাশ চুল পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান