ঘরে বসে পার্লারের মত লুক পেতে মাখুন এই ফেসপ্যাক, ত্বকের জেল্লা দেখলে চমকে যাবেন

Last Updated:

আসুন জেনে নেওয়া যাক ত্বকে অ্যালোভেরা ব্যবহারের কিছু সহজ উপায়

ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর প্রধান কারণ হল অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত পুষ্টিকর। অ্যালোভেরা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে ভরপুর এবং এটি ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও, অ্যালোভেরার উপকারিতাগুলি ত্বকে আর্দ্রতা আনতে এবং ত্বকের রোদে পোড়া দূর করতে, বার্ধক্যের লক্ষণগুলি হ্রাস করতে এবং ব্রণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
আসুন জেনে নেওয়া যাক অ্যালোভেরা ব্যবহারের কিছু সহজ উপায়-
ত্বকে অ্যালোভেরা ব্যবহার করতে অ্যালোভেরার ফেসপ্যাক লাগানো যেতে পারে। এই অ্যালোভেরার ফেসপ্যাক ঘরেই তৈরি করা খুব সহজ। এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে মুসুর ডাল, টমেটোর রস এবং তাজা অ্যালোভেরার পাল্প মিশিয়ে নিতে হবে। এবার এই ফেসপ্যাকটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে । ত্বকে জমে থাকা ধুলোবালি ও ময়লা দূর করতে এটি খুবই কার্যকরী।
advertisement
advertisement
গোলাপ জল ও অ্যালেভেরার প্যাক- এই ফেসপ্যাকের সাহায্যে মুখের দৃশ্যমান দাগ সহজেই দূর হয়। এই ফেসপ্যাকটি তৈরি করতে একটি পাত্রে অ্যালোভেরার পাল্প বা অ্যালোভেরা জেল নিতে হবে। এতে গোলাপ জল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।এই ফেসপ্যাকটি ত্বকের জন্যও বেশ উপকারী। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাকটি অত্যন্ত ভাল।
advertisement
মুলতানি মাটির প্যাক- এক চামচ মুলতানি মাটি, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল বা ঠান্ডা দুধ মিশিয়ে নিতে হবে। এই পেস্টটি এবং ১০ থেকে ১৫ মিনিট রাখার পর মুখ ধুয়ে নিতে হবে।
advertisement
হলুদের প্যাক -১ চামচ অ্যালোভেরা জেলে সমপরিমাণ মধু ও এক চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে।এরপর এতে সামান্য গোলাপ জল যোগ করতে হবে। পেস্টটি মুখে ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এটি লাগালে মুখ উজ্জ্বল হয় এবং ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
কলার প্যাক- অর্ধেকটা কলা নিয়ে তাতে ১ চামচ অ্যালোভেরা জল মিশিয়ে নিতে হবে। এরপর ১০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে নিতে হবে। এছাড়াও সপ্তাহে ২ বার এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এটি ত্বকের শুষ্কতা দূর করে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরে বসে পার্লারের মত লুক পেতে মাখুন এই ফেসপ্যাক, ত্বকের জেল্লা দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement