Kashmiri Badami Kahwa : বাড়িতেই তৈরি করুন ভূস্বর্গের পানীয়, শীত হয়ে উঠবে আরামদায়ক

Last Updated:

তালিকায় রাখুন কাশ্মীরি বাদাম কাহওয়া (Kashmiri Badami Kahwa)৷ অর্থাৎ কাশ্মীরি আমন্ড মিক্স

শীত জুড়ে চা, কফির মতো উষ্ণ পানীয়ে চুমুক দিতে উপভোগ করেন মানুষ৷ শারীরিক ক্লান্তি ও মানসিক শ্রান্তি দূর করার জন্য অনেক চা রসিক এই পানীয় নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষা করে থাকেন৷ গ্রিন টি, ব্ল্যাক টি, হার্বাল টি-প্রকারভেদের শেষ নেই৷ তালিকায় রাখুন কাশ্মীরি বাদাম কাহওয়া (Kashmiri Badami Kahwa)৷ অর্থাৎ কাশ্মীরি আমন্ড মিক্স৷
আগে শুধু স্ন্যাক্স ও মিষ্টি তৈরি করা হত আমন্ড দিয়ে৷ এখন উষ্ণ পানীয়তেও মেশানো হচ্ছে আমন্ড৷ কাশ্মীরে প্রাতরাশে পান করা হয় বাদামি কাহওয়া৷ দারচিনি, এলাচ, গ্রিন টি, জাফরান, লবঙ্গের সঙ্গে আমন্ড মিশিয়ে তৈরি করা হয় বাদামি কাহওয়া৷ এর প্রত্যেকটিই খুব সুস্বাদু এবং উপকারী৷ বিশেষ করে কোভিড-১৯ –এর সময় এই পানীয়র উপরে আখরোট, আমন্ড-সহ বিভিন্ন ড্রাই ফ্রুটের টুকরো ছড়িয়ে দিন পানীয়র উপর৷
advertisement
আরও পড়ুন : অনেকের কাছে ব্রাত্য শীতকালের এই সুস্বাদু শাকেই সুস্থতার চাবিকাঠি
কাশ্মীরি বাদামি কাহওয়া কেন পান করবেন-
advertisement
কাশ্মীরি বাদামি কাহওয়ায় আছে প্রচুর অ্যান্টিজেনোটোক্সিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ৷ শরীরকে ডিটক্সিফাই করে এই পানীয়৷ তাছাড়া মরশুমি অসুখের বিরুদ্ধে লড়াই করার শক্তিও দেয় এই পানীয়৷
আরও পড়ুন : শীতের রাতে সোয়েটার পরেই ঘুমোতে যান? দেখুন এই অভ্যাস কতটা বিপজ্জনক স্বাস্থ্যের জন্য
ওজন কমাতে চাইলে এই পানীয় খুব উপকারী৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়৷ এই পানীয় পান করলে বাড়তি খিদে নিয়ন্ত্রিত হয়৷ ফলে ওজন হ্রাস পেতে সাহায্য করে৷
advertisement
আরও পড়ুন : কোভিডমুক্ত হওয়ার পর পুরনো টুথব্রাশ পাল্টাননি? জানুন কী সর্বনাশ করছেন নিজের ও পরিবারের
স্ট্রেস দূর করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাহওয়া৷ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় প্রতিহত করা যায় ক্যানসারের মতো অসুখকেও৷ পরিপাক ক্রিয়ার জন্যও উপকারী এই পানীয়৷
ত্বকের জন্যও ভূস্বর্গের এই পানীয় উপকারী৷ চা ও জাফরানে আছে ভিটামিন বি-১২৷ আমন্ডের ভিটামিন ই ত্বককে নরম ও পেলব রাখে৷ অ্যাসিডিটির সমস্যাতেও কাহওয়া ফলপ্রসূ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kashmiri Badami Kahwa : বাড়িতেই তৈরি করুন ভূস্বর্গের পানীয়, শীত হয়ে উঠবে আরামদায়ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement